ছবি: সংগৃহিত।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বিদায়ী ভাষণে নিজের প্রশাসনের বৈদেশিক নীতির সাফল্যের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, গত চার বছরে আমরা নানা সংকট ও পরীক্ষার মধ্য দিয়ে গেছি। তবে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা আরও শক্তিশালী হয়ে উঠেছি।
বাইডেন আরও বলেন, আমরা একটি পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। নতুন যুগের সূচনা হয়েছে, যা আগামী দিনগুলোতে নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবে। তবে আমি নিশ্চিত, পরবর্তী প্রশাসনকে আমরা একটি শক্তিশালী ভিত্তির ওপর রেখে যাচ্ছি।
সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া ভাষণে বাইডেন এসব কথা বলেন। ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করবেন।
সূত্র: আল জাজিরা
সায়মা ইসলাম