ছবি: সংগৃহিত।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল ছয় দিন পার হলেও নিয়ন্ত্রণে আসেনি। সোমবার পর্যন্ত দাবানলে ২৪ জনের মৃত্যু হয়েছে এবং বিশাল এলাকাজুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে আগুন। ঝোড়ো বাতাসের পূর্বাভাস পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডের মধ্যেই লুটপাট ও চুরির ঘটনা বাড়ছে। দমকলকর্মীর ছদ্মবেশে চুরির অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ বিভাগ।
শেরিফ বিভাগের প্রধান রবার্ট লুনা জানিয়েছেন, মালিবু এলাকায় এক চোরকে গ্রেফতার করা হয়েছে, যে ফায়ার ফাইটারের ছদ্মবেশে চুরি করছিল। মার্কিন সংবাদমাধ্যম এবিসি সেভেন জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেস পুলিশের ক্যাপ্টেন মাইক লরেঞ্জ জানিয়েছেন, বাসিন্দাদের ফাঁকা বাড়িতে লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে দুজন দমকলকর্মীর ছদ্মবেশে লুটপাটে জড়িত ছিল।
বিবিসি জানিয়েছে, ছয় দিনে দাবানল প্রায় ৪০ হাজার একর এলাকা গ্রাস করেছে। পুড়ে গেছে ১২ হাজারেরও বেশি বাড়িঘর ও স্থাপনা। শেরিফ লুনা জানিয়েছেন, আরও ৫৭ হাজার অবকাঠামো ঝুঁকির মুখে রয়েছে। ইতোমধ্যে এক লাখ ৫৩ হাজার মানুষকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং আরও এক লাখ ৬৬ হাজার বাসিন্দাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস সতর্ক করেছে, লস অ্যাঞ্জেলেস ও ভেঞ্চুরা কাউন্টিতে বাতাসের গতি ঘণ্টায় ৬০ মাইল পর্যন্ত বাড়তে পারে, যা দাবানলের বিস্তার আরও ত্বরান্বিত করবে। প্যালিসেডস, ব্রিটেন উডস, এবং সান ফার্নান্দো ভ্যালিসহ বেশ কিছু এলাকায় আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্যালিসেডসে দাবানল আরও এক হাজার একর এলাকায় ছড়িয়েছে।
দাবানলের ফলে লস অ্যাঞ্জেলেসের বাতাসে দূষণের মাত্রা বেড়েছে। স্থানীয় প্রশাসন স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া এবং মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস আগামী সপ্তাহের জন্যও অগ্নিকাণ্ডের উচ্চ সতর্কতা জারি করেছে।
এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় দমকল কর্মীরা নিরলসভাবে কাজ করলেও, ক্রমবর্ধমান ঝোড়ো বাতাস এবং লুটপাট পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।
সায়মা ইসলাম