ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

প্রথমদিনই নিয়ম ভাঙছেন ট্রাম্প!

প্রকাশিত: ১০:১২, ১৩ জানুয়ারি ২০২৫; আপডেট: ১০:৪০, ১৩ জানুয়ারি ২০২৫

প্রথমদিনই নিয়ম ভাঙছেন ট্রাম্প!

ছবি: সংগৃহিত।

আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। এই শপথ অনুষ্ঠানের মাধ্যমে তিনি এক নতুন অধ্যায় শুরু করতে চান, যেখানে মিত্র এবং প্রতিপক্ষ উভয় দেশের নেতাদের নিয়ে বিশ্বমঞ্চ তৈরি করা হবে। ট্রাম্পের নির্বাচনী দলের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন ফক্স নিউজ।

প্রথাগতভাবে, মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে বিদেশি নেতাদের আমন্ত্রণ জানানোর নিয়ম নেই। তবে এবার ট্রাম্প সেই প্রথা ভেঙে আমন্ত্রণ জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতাদেরকে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই আমন্ত্রণ ভূ-রাজনৈতিক কৌশলগত সম্পর্ক জোরদার করার প্রয়াস।

চীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট শি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। তাঁর পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট হান ঝেং বা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। এছাড়াও আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মাইলি, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং আরও অনেক বিশ্বনেতা।

অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল, মাইক্রোসফট, অ্যামাজন এবং শেভরনের প্রতিনিধি। এসব প্রতিষ্ঠান ইতোমধ্যেই ট্রাম্প প্রশাসনকে খুশি করতে ১৭০ মিলিয়ন ডলার অনুদান প্রদান করেছে।

ট্রাম্পের নির্বাচনী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি তাঁর শপথ অনুষ্ঠানে বিশ্বনেতাদের অংশগ্রহণের মাধ্যমে এটিকে একটি বৈশ্বিক মঞ্চে পরিণত করতে চান। এর আগে গত ডিসেম্বরে ফ্রান্সে নটরডেম গির্জার পুনর্নির্মাণ উদ্বোধনীতে ৮০টি দেশের নেতাদের সঙ্গে অংশ নিয়েছিলেন ট্রাম্প।

বিশ্লেষকদের মতে, এই শপথ অনুষ্ঠান শুধুমাত্র একটি ঐতিহাসিক রাজনৈতিক আয়োজন নয়, বরং কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: https://www.youtube.com/watch?v=eJZQP3Tdx_I

 

সায়মা ইসলাম

×