ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

এ যেন নরকের প্রবেশদ্বার!

প্রকাশিত: ০৬:২৩, ১৩ জানুয়ারি ২০২৫

এ যেন নরকের প্রবেশদ্বার!

আজ ভোরের লস অ্যাঞ্জেলেসের সূর্যোদয় ছিল এমন এক অভিজ্ঞতা, যা একদিকে মনোমুগ্ধকর, অন্যদিকে রীতিমতো ভীতিপ্রদ। পুরো শহর যেন লালচে আলোর এক রহস্যময় চাদরে মোড়া।  এই দৃশ্য দেখে অনেকেই একে তুলনা করছেন নরকের প্রবেশদ্বারের সঙ্গে।

ছবিতে দেখা যাচ্ছে, কালো ধোঁয়ার স্তরের পেছনে রক্তিম সূর্য যেন প্রলয়ের বার্তা নিয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, শহরের কাছাকাছি দাবানলের তীব্রতার কারণে আকাশে ধোঁয়া জমা হয়েছে। সেই ধোঁয়ার সঙ্গে সূর্যের আলো মিশে এমন ভৌতিক দৃশ্য তৈরি করেছে।

ইতিমধ্যেই দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। স্থানীয় বাসিন্দারা সোশ্যাল মিডিয়ায় এই ছবি এবং ভিডিও শেয়ার করছেন। 

কেউ লিখছেন, "দৃশ্যটা যেন কোনো পোস্ট-অ্যাপোক্যালিপটিক সিনেমার অংশ!" আবার কেউ বলছেন, "ভয়ঙ্কর সুন্দর, কিন্তু এর পেছনে যে বিপর্যয়, তা ভাবলে শিউরে উঠতে হয়।"

প্রাকৃতিক এই ঘটনার সঙ্গে একটি বড় সতর্কবার্তাও রয়েছে। দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেসের বায়ুর মান ভীষণভাবে নেমে গেছে। বিশেষত শিশু, বয়স্ক, এবং যাঁরা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন, তাঁদের বাড়ির বাইরে কম বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দাবানলের এই ঘটনা শুধুই প্রকৃতির শক্তি আর ক্ষতির এক মিশ্র উদাহরণ নয়, বরং জলবায়ু পরিবর্তনের প্রভাবের আরেকটি সতর্ক সংকেত। সূর্যোদয়ের এই অদ্ভুত দৃশ্য যেমন আমাদের মুগ্ধ করেছে, তেমনই এটি আমাদেরকে ভাবতে বাধ্য করছে—পরিবেশ রক্ষায় আমাদের আরও সচেতন হতে হবে।

বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি শহর সংলগ্ন অঞ্চলে ব্যাপক দাবানলের কারণে আকাশে ধোঁয়া জমে গিয়েছে। সূর্যের আলো সেই ধোঁয়ায় প্রতিফলিত হয়ে ভৌতিক দৃশ্য তৈরি করেছে। স্থানীয় বাসিন্দারা সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্যের ছবি এবং ভিডিও শেয়ার করছেন। 

সম্পর্কিত বিষয়:

×