ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

গ্রিনল্যান্ড কিনতে চান ট্রাম্প! 

প্রকাশিত: ১২:৫৭, ১২ জানুয়ারি ২০২৫

গ্রিনল্যান্ড কিনতে চান ট্রাম্প! 

ছবি: সংগৃহিত।

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বারবার ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের মালিকানা গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন। ২০১৯ সালে এই ইচ্ছার কথা প্রথম জানিয়ে তিনি যুক্তি দিয়েছিলেন, তিনি একমাত্র মার্কিন রাষ্ট্রপতি নন যিনি এই ধারণা উত্থাপন করেছেন। বর্তমানে এটি স্পষ্ট নয় যে, ট্রাম্প পুনরায় এই প্রস্তাব উত্থাপন করবেন কিনা।

গ্রিনল্যান্ড কেনার বিষয়টি নতুন নয়। স্নায়ুযুদ্ধের প্রথম দিকে, ১৯৪৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান ডেনমার্কের কাছে ১০০ মিলিয়ন ডলারের সোনার বিনিময়ে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন। তবে, ডেনমার্ক তখনই, ২০১৯ সালে এবং বর্তমানেও একই উত্তর দিয়েছে - "না, ধন্যবাদ।"

এমনকি একসময় এটি সাধারণ বিষয় ছিল যে, একটি সার্বভৌম দেশ তার ভূখণ্ড অন্য দেশের কাছে বিক্রি করেছিল। ১৮০৩ সালে যুক্তরাষ্ট্র ফ্রান্সের কাছ থেকে ১ কোটি ৫০ লাখ ডলারে লুইসিয়ানা কিনেছিল, যা বর্তমানে প্রায় ৪১৬ কোটি ডলারের সমান। এরপর ১৮৬৭ সালে রাশিয়া ৭.২ মিলিয়ন ডলারে আলাস্কা বিক্রি করেছিল, যা বর্তমানে প্রায় ১৫০ মিলিয়ন ডলারেরও বেশি। ১৯১৭ সালে ডেনমার্কও ভার্জিন দ্বীপপুঞ্জ ২৫ মিলিয়ন ডলারে বিক্রি করেছিল।

এটি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যই নয়, বিভিন্ন দেশ যেমন জাপান, পাকিস্তান, রাশিয়া, জার্মানি, এবং সৌদি আরবও ভূখণ্ড ক্রয় করেছে। এসব ক্রয়ের মাধ্যমে তারা স্থানীয় বাসিন্দাদের ওপর অধিকার স্থানান্তরিত করে ভূখণ্ড, গুরুত্বপূর্ণ জলপথ কিংবা ভূখণ্ড সুরক্ষা লাভ করেছে।

সায়মা ইসলাম

×