ছবি: সংগৃহীত
ধোঁয়ার ঘন মেঘে ঢেকে গেছে লস অ্যাঞ্জেলস। আগুনের লেলিহান শিখা শুধু বনভূমি নয়, গিলে নিচ্ছে মানুষের ঘরবাড়ি, জীবন, আর স্বপ্ন। এই ভয়াবহ দাবানলের পেছনে আছে শুষ্ক আবহাওয়া, তীব্র বাতাস ও পানির সংকট। তবে এবার এই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে বৃহৎ দুই দলের রাজনৈতিক বিবাদে। সদ্য নির্বাচিত প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবানলের জন্য দায়ী করে বসলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে।
ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়া প্রশাসনের পানি সংকটের সমালোচনা করেন, যা দাবানল নিয়ন্ত্রণে ব্যাহত হয়েছে। দাবানলটি লস অ্যাঞ্জেলেসে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে, প্রায় দুই হাজার ভবন ধ্বংস হয়েছে এবং ৫০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।
এদিকে, বাইডেন ক্যালিফোর্নিয়ার জন্য অতিরিক্ত তহবিল বরাদ্দের ঘোষণা দিয়েছেন, এবং পরিস্থিতি মোকাবিলায় কংগ্রেসের সাহায্য কামনা করেছেন। পরিস্থিতির তীব্রতা দেখে জো বাইডেন ও কমলা হ্যারিস তাদের বিদেশ সফর বাতিল করেছেন।
গত কয়েকদিন ধরে ইতিহাসের ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম এই শহরটি। আলাদা ছয়টি দাবানলের মধ্যে অনেকগুলোই নিয়ন্ত্রণের পুরোপুরি বাইরে চলে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তীব্র বাতাস, শুষ্ক আবহাওয়া এবং পানির চাপ কম থাকায় আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা।
তাবিব