ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

প্রেসিডেন্ট জো বাইডেন পুত্রের বাংলো পুড়ে ছাই !

প্রকাশিত: ১২:১৭, ১১ জানুয়ারি ২০২৫

প্রেসিডেন্ট জো বাইডেন পুত্রের বাংলো পুড়ে ছাই !

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের মালিবুর বিলাসবহুল বাড়ি ভয়াবহ দাবানলে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ডেইলি মেইলের একটি প্রতিবেদনে জানা যায়, ক্যালিফোর্নিয়ার মালিবু শহরে অবস্থিত এই বাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

রাশিয়ান টেলিভিশনে প্রকাশিত ছবিতে দেখা যায়,বাড়িটির সামনের একটি গাড়িও সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। হান্টার বাইডেন এই বাড়িটি প্রতি মাসে $১৫,৮০০ ভাড়ায় নিয়েছিলেন।প্যাসিফিক পালিসেডসের দাবানলে বাড়িটি ধ্বংস হয়ে যায় বলে ডেইলি মেইল জানিয়েছে।

এই বিলাসবহুল বাড়িটি ১৯৫০ সাল থেকে প্যানোরামিক প্যাসিফিক ওশানের দৃশ্য সহ একটি তিন বেডরুম এবং তিন বাথরুমের বাড়ি হিসেবে পরিচিত ছিল। তবে আজ শুধুই ছাইয়ের স্তূপ হয়ে দাঁড়িয়ে আছে।

প্রেসিডেন্ট বাইডেন এক সংবাদ সম্মেলনে বলেন, তিনি নিশ্চিত ছিলেন না, তবে তাঁর ছেলেকে জানানো হয়েছিল যে বাড়িটি পুড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং এটি বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা গিয়েছে হান্টারের পুড়ে যাওয়া সেই বাংলোকে। তার সামনে থাকা একটি গাড়িও পুড়ে খাক হয়ে গিয়েছে।

 ছবিতে দেখা গেছে, ৫৪ বছর বয়সী হান্টার বাইডেনের $৪ মিলিয়নের বাড়িটি দাবানলে পুড়ে ধ্বংসপ্রাপ্ত ১,০০০টিরও বেশি বাড়ির মধ্যে একটি। বাড়িটিতে হান্টার তার স্ত্রী মেলিসা কোহেনের সঙ্গে বসবাস করতেন।

এই দাবানল ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে চারটি বড় আগুনের মধ্যে একটি ছিল, যা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। এই মর্মান্তিক ঘটনায় শুধুই হান্টার বাইডেন নন, আরও হাজারো মানুষ তাঁদের বাড়ি হারিয়েছেন।

আফরোজা

×