ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

নিজ দেশেই তোপের মুখে ট্রাম্প!

প্রকাশিত: ২২:৫৪, ৯ জানুয়ারি ২০২৫

নিজ দেশেই তোপের মুখে ট্রাম্প!

গ্রিনল্যান্ড কিনতে চেয়ে এবার নিজ দেশেই বিরোধীদের তোপের মুখে পড়েছেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আধা স্বায়ত্বশাসিত দ্বীপটি নিয়ে ট্রাম্পের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন একাধিক ডেমোক্রেট নেতা। এমনকি রিপাবলিকান এই নেতার কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনও।

ডোনাল্ড ট্রাম্প মানেই বিতর্ক আর সমালোচনা। দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই এবার সমালোচনার ঝড় তুলেছেন গ্রিনল্যান্ড। কিনতে চাওয়া নিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যে তীব্র নিন্দা চলছে যুক্তরাষ্ট্রেও।

ফ্রান্স সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সাফ জানালেন, গ্রিনল্যান্ড কখনওই যুক্তরাষ্ট্রের হবে না। এই ইস্যুতে বিতর্কের জন্ম দিয়ে কেবল সময় নষ্ট করছেন ট্রাম্প, গ্রিনল্যান্ড, পানামা খাল ও মেক্সিকো উপসাগর দিয়ে করা ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করেন ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস।

বসন মোর ফ্যাক্ট আমাদের মিত্রদের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন কোনও মন্তব্য করা উচিত নয় যাতে তাদের সাথে দূরত্ব তৈরি হয়। গ্রিনল্যান্ড সম্পর্কে যা বলা হচ্ছে তা মোটেই সঠিক কোন পরিকল্পনা নয়। আর এমনটা কখনও ঘটবে না৷।

চক্রের সদস্যরা বিশ্বাস করে গ্রিনল্যান্ডে আক্রমণ করার জন্য কিংবা পানামা দখল ও মেক্সিকো উপসাগর নাম পরিবর্তনের জন্য আমাদের পার্লামেন্টে পাঠানো হয়নি। আমাদের এখন সবচেয়ে বড় দায়িত্ব মার্কিনীদের জীবনযাত্রার ব্যয় কমানো।

২০১৯ সালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম মেয়াদে গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প। এরপর তিনি বারবারই এই ধারণা উত্থাপন করে আসছেন।
তবে, যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মার্কিন মিত্র ডেনমার্ক স্পষ্ট করে জানিয়েছে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। আর অঞ্চলটির মালিক মূলত এর বাসিন্দারা।

রাজু

×