ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১

চীনের গোপন পুলিশ স্টেশন আমেরিকার মাটিতে!

প্রকাশিত: ০৭:৩৬, ২০ ডিসেম্বর ২০২৪

চীনের গোপন পুলিশ স্টেশন আমেরিকার মাটিতে!

আমেরিকার নিউইয়র্ক শহর।

এক ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছেন আমেরিকার নিউইয়র্কে গোপনে পুলিশ স্টেশন চালানোর সঙ্গে যুক্ত থাকায়। ওই মার্কিন নাগরিকের নাম চেন জিনপিং (৬০)।

 

বুধবার তিনি এ সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হন।

এর আগে নিউইয়র্কে গোপনে পুলিশ স্টেশন চালানোর দায়ে ২০২৩ সালে দুজনকে গ্রেপ্তার করে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। গ্রেপ্তার হওয়া লু জিয়ান ওয়াং (৬১) ও চেন জিনপিং (৬০) মার্কিন নাগরিক। লু জিয়ান ওয়াং নির্দোষ প্রমাণিত হন।

মার্কিন ফেডারেল আদালতের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, চীনা সরকারের হয়ে কাজ করছিলেন চেন জিনপিং। তিনি দেশটির এজেন্ট হিসেবে কাজ করতেন।  

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নাগরিক হলেও তারা চীনের ফুজিয়ান প্রদেশে একটি এনজিও পরিচালনা করেন। মার্কিন কর্তৃপক্ষকে না জানিয়ে চীনের এজেন্ট হিসেবে গুপ্তচরবৃত্তি ও ন্যায়বিচারে বাধা দেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

বিশ্বের ৫৩টি দেশে এমন অন্তত ১০০ পুলিশ স্টেশন বানিয়েছে চীন।

দেশটি দাবি করছে, এগুলো চীনাদের পরিষেবা দেওয়ার জন্য বানানো। এগুলো পুলিশ স্টেশন নয়, পরিষেবা কেন্দ্র।

রিয়াদ

×