ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

ট্রাম্পের বিজয় উদযাপনের অনুষ্ঠান শুরু কোরআন তেলাওয়াতের মাধ্যমে

প্রকাশিত: ১০:৫৬, ১৪ ডিসেম্বর ২০২৪

ট্রাম্পের বিজয় উদযাপনের অনুষ্ঠান শুরু কোরআন তেলাওয়াতের মাধ্যমে

ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়লাভ করেছেন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। এ খবর নতুন কিছু নয়। ৫ নভেম্বর নির্বাচনে জয়লাভের এক মাস পর দেশটির বিভিন্ন স্থানে চলছে বিজয়ের উৎসব। স্থানীয় সময় বুধবার কুইন্স কাউন্টি রিপাবলিকান পার্টির আয়োজনে অনুষ্ঠিত হলো হলিডে পার্টি। 

চমকপ্রদ তথ্য হলো- অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। প্রথম বারের বিজয় উৎসব এমনঘটনায় এমন অভাবনীয় ঘটনায় মুগ্ধতা প্রকাশ করেছেন অনেকেই। আর এর মধ্য দিয়ে ট্রাম্প ভক্তদের আশা নিউয়র্ক অঙ্গরাজ্য রিপাবলিকানদের দখলে থাকবে।

আগামী ২০ জানুয়ারিতে,  নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে আগমনের অপেক্ষা। চারদিকে সাজসাজ রবের প্রস্তুতি।

আয়োজকরা জানান, এমন ঘটনা বছর দশেক আগেও কল্পনা করা যায়নি। এবার মুসলমান, হিন্দু নির্বিশেষে স্প্যানিশ, বাংলাদেশি, ভারতীয় সবাই ট্রাম্পকে ভোট দিয়েছেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, দ্রুতই ডেমোক্র্যাট এই অঙ্গরাজ্যটিও রিপাবলিকানরা দখলে যাবে।
 
অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটির দুই শতাধিক বিশিষ্ট ব্যক্তি অংশ নেন। শেষে অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা সংগীত পরিবেশন করেন শিল্পীরা। 

২০ জানুয়ারি ক্ষমতার মসনদে আবারও বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় গিয়ে তিনি যুক্তরাষ্ট্রকে কতটা মহান করে তুলতে পারেন, যেমনটা তিনি বলেছেন ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’-সেটাই এখন দেখার অপেক্ষা।
 

এসআর

×