ঢাকা, বাংলাদেশ   রোববার ০১ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রাহায়ণ ১৪৩১

মেয়ের শশুরকে ফ্রান্সের রাষ্ট্রদূত করলেন ট্রাম্প

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১২:১৩, ১ ডিসেম্বর ২০২৪

মেয়ের শশুরকে ফ্রান্সের রাষ্ট্রদূত করলেন ট্রাম্প

ট্রাম্প, ইভাঙ্কা ও চার্লস কুশনার।

চার্লস কুশনারকে ফ্রান্সের রাষ্ট্রদূত হিসেবে ঘোষণা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (৩০ নভেম্বর) এ ঘোষণা দেন তিনি। 

কুশনার একজন রিয়েল এস্টেট ডেভেলপার এবং মার্কিন প্রেসিডেন্টের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের স্বামী জ্যারেড কুশনারের বাবা। ২০২০ সালে একটি ফেডারেল দোষী সাব্যস্ত হয়েছিলেন কুশনার। ট্রাম্প তার প্রথম মেয়াদে কুশনারকে ক্ষমা করেছিলেন।

এদিকে, কুশনার কর ফাঁকি, প্রচারণার আর্থিক অপরাধ এবং সাক্ষী টেম্পারিংয়ের ফেডারেল অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে ২০০৫ সালে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হন।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বলেছিলেন, ‘কুশনার একজন অসাধারণ ব্যবসায়ী নেতা, জনহিতৈষী এবং চুক্তিকারক। যিনি আমাদের দেশ এবং এর স্বার্থের প্রতিনিধিত্বকারী একজন শক্তিশালী উকিল হবেন।’

মনোনয়নটি প্রথম প্রশাসনিক পদ বলে মনে হচ্ছে, যা ট্রাম্প তার পুনঃনির্বাচনের পর আনুষ্ঠানিকভাবে একজন আত্মীয়কে অফার করেছেন। এছাড়াও শনিবার, ট্রাম্প আরো দুটি বাছাই ঘোষণা করেছেন- ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের নেতৃত্ব দেওয়ার জন্য প্রাক্তন সহযোগী কাশ প্যাটেলকে বেছে নিয়েছেন। আর ফ্লোরিডার হিলসবরো কাউন্টির শেরিফ চাদ ক্রোনিস্টারকে ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সির প্রধান হিসেবে মনোনীত করা হয়েছিল।

অন্যান্য অনেক রাষ্ট্রপতি বাছাইয়ের পাশাপাশি, মার্কিন সিনেটে সংখ্যাগরিষ্ঠ ভোটে রাষ্ট্রদূত নিয়োগ অবশ্যই অনুমোদিত হতে হবে।

এম হাসান

×