প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে নিযুক্ত করেছেন সাবেক ডেমোক্র্যাট প্রতিনিধি তুলসি গ্যাবার্ডকে। তিনি যুক্তরাষ্ট্রের ১৮টি গুপ্তচর সংস্থা তত্ত্বাবধান করবেন।
ট্রাম্পের মতে, সাবেক এই ডেমোক্র্যাট প্রার্থী তার নির্ভীক মনোভাব দিয়ে আমাদের গোয়েন্দা সংস্থাকে আরও উন্নত করবে।
ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থনের বিরোধিতা করা গ্যাবার্ড এবার ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে কাজ শুরু করার অপেক্ষা করছেন।
গ্যাবার্ড জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক হিসাবে এভ্রিল হেইনসের স্থলাভিষিক্ত হচ্ছেন।
গ্যাবার্ড গত দুই দশকেরও বেশি সময় ধরে আর্মি ন্যাশনাল গার্ডে কাজ করেছেন। তাকে ইরাক ও কুয়েতে নিয়োজিত করা হয়।
যদিও গ্যাবার্ড অতীতের পরিচালকদের মতো কোনও সিনিয়র সরকারী ভূমিকা পালন করেননি, তবে হাউস হোমল্যান্ড সিকিউরিটি কমিটিতে তার দুই বছরের অভিজ্ঞতা রয়েছে।
2020 সালে গ্যাবার্ড রাষ্ট্রপতির জন্য ডেমোক্র্যাটিক মনোনয়ন চেয়েছিলেন। তিনি বিদেশী সামরিক সংঘাতে দেশটির জড়িত থাকার বিরোধিতা করেছিলেন। পরে তিনি জো বাইডেনকে সমর্থন করেন। প্রায় দুই বছর পর তিনি ডেমোক্রেটিক পার্টি ত্যাগ করেন।
চলতি বছরের শুরুর দিকে গ্যাবার্ড ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়ে তার সমর্থকদের মধ্যে জনপ্রিয়তা পান। গত অক্টোবরে নর্থ ক্যারোলাইনায় এক সমাবেশে তিনি আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান হওয়ার ঘোষণা দেন।
তানজিলা