ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনে প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন সংবাদমাধ্যম ফক্স নিউজের উপস্থাপক ও সাবেক সেনা কর্মকর্তা পিট হেগসেথ।
হেগসেথ মিনেসোটা অঙ্গরাজ্য থেকে সিনেট নির্বাচনে লড়েছিলেন। কিন্তু নির্বাচিত হতে পারেননি।
গতকাল মঙ্গলবার রাতে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টের মাধ্যমে ৪৪ বছর বয়সী হেগসেথকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে বেছে নেওয়ার কথা জানিয়েছেন।
ট্রাম্প জানান, পেটের মত একজন বলিষ্ঠ ও স্মার্ট মানুষকে নিজের প্রশাসনে নিয়ে শত্রুদের বলতে চাই, পেটের নেতৃত্বে মার্কিন সামরিক বাহিনী পুনরায় শক্তিশালী হবে। আমেরিকাকে কেউ কখনোই হারাতে পারবেনা।
যদিও এর কোনো তাৎক্ষনিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি হেগসেথের থেকে।
তানজিলা