এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনি।
এক বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।এতে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনি।
এদিকে ট্রাম্পের জয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন ফিলিস্তিনিবাসী। বিশেষ করে গাজার মানুষ উদ্বিগ্ন হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
অন্যদিকে গতকাল ট্রাম্পের বিজয়ের দিনে লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গতকাল বুধবারের ইসরায়েলি হামলায় অন্তত ৪০ জন নিহত এবং ৫৩ জন আহত হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে ট্রাম্পকে বাইডেন থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি।বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনকে জো বাইডেনের ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং ফিলিস্তিনের জনগণের ওপর ইসরাইলি গণহত্যা বন্ধে গুরুত্বের সঙ্গে কাজ করতে হবে।
টুম্পা