অবিস্মরণীয় ফলাফলে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্পের বিপুল বিজয় ও বিশ্ব জুড়ে পরিবর্তনের অঙ্গীকার বাস্তবায়নের দৃঢ় প্রত্যাশাকে বুকে ধারণ করে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে চলছে নজিরবিহীন আনন্দ-উল্লাস। বিশেষ করে মুসলিম ও হিন্দু সহ সংখ্যালঘু প্রবাসী আমেরিকানদের মাঝে এমন চিত্র যেন উপচে পড়ছে বাধ ভাঙ্গা জোয়ারের মতো।
নির্বাচনে বিজয়ী হয়ে প্রেসিডেন্ট হতে হলে উভয় প্রার্থী শেষ মুহুর্তে ট্রাম্প-কামালা তাকিয়ে ছিলেন মিশিগান ও পেনসিলভানিয়ার ভোট কাউন্টিংয়ের দিকে।
অবশেষে এই দু'টি রাজ্যেও ভাল ব্যবধানে ডেনাল্ড ট্রাম্প জিতে এক অবিস্মরণীয় ফলাফলে প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন পূরণ করলেন। গুরুত্বপূর্ণ সবক'টি অঙ্গরাজ্যে ট্রাম্প পিছনে ফেললেন কামালা হ্যারিসকে।
এ যেন নতুন করে মার্কিনীদের ভাগ্য পরিবর্তনে ট্রাম্পের পথ সুগম করে দিল ভোটাররা। ইতিমধ্যে ট্রাম্প তার বিজয়ের ভাষণে সমর্থক ও দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন,মার্কিন যুক্তরাষ্ট্রকে তিনি নবরূপে সাজাবেন।বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় তিনি তার অঙ্গীকার সহ সকল ভূমিকা রাখার চেষ্টা করবেন।
তিনি এও বলেছেন,একাধিকবার তাকে হত্যা চেষ্টার পর তিনি বেচে গিয়েছেন এ জন্য যে,মার্কনীদের ভাগ্য সুপ্রসন্ন করতে স্বয়ং বিধাতা তাকে বাচিয়ে এমন ফলাফল দিয়েছেন।
এদিকে ট্রাম্পের বিজয়ের পর থেকেই মিশিগান,পেলসিভিনিয়া,কানেক্টিকা সহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে মিষ্টি বিতরণ সহ নানান ভাবে উল্লাস করার খবর পাওয়া গেছে।বিশেষ করে মিশিগানে বাংলাদেশী, ইয়েমেনী, ফিলিস্তনী এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ভোটার ও নাগরিকদের মাঝে বইছে বাধ ভাঙ্গা আনন্দের বন্যা।চলছে মিষ্টি বিতরণ।
এসব চিত্র ছড়িয়ে দেয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
তবে কামালা'র সমর্থকরা বেজায় মন খারাপ।অথচ তাদের প্রার্থীকে জিতিয়ে আনতে মিশিগান সহ বেশ কয়েকটি রাজ্যে মরণ কামড় দিয়েছন তারা।ভোটারদের আকৃষ্ট করতে তারা কামালা হ্যারিসের জন্য কোন অংশেই কম করেননি।শত চেষ্টা করেও কামালা না জেতায় তারা হতাশ হলেও ফলাফলে ভোট প্রাপ্তিতে তারা প্রশান্তির ছোয়া খুজছেন।
বলাবাহুল্য,শপথ নেয়ার পর ধর্মবর্ণ নির্বিশেষে নির্বাচন পূর্ববর্তী ট্রাম্পের সকল অঙ্গীকার বাস্তবায়নে ট্রাম্প প্রশাসন এগিয়ে যাওয়ার দৃশ্যপট এখন দেখতে চান মূলত বাংলাদেশী,ইয়েমেনী,ফিলিস্তনী সহ মার্কিন নাগরিকরা।এসবের ওপর নির্ভর করবে আগামীতে রিপাবলিকান পার্টির আরো জুড়ালো ভবিষ্যত।
শিহাব উদ্দিন