ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

আমেরিকার প্রেসিডেন্ট পদে ট্রাম্পের ঐতিহাসিক বিজয়

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৭:০৪, ৬ নভেম্বর ২০২৪; আপডেট: ১৭:১৪, ৬ নভেম্বর ২০২৪

আমেরিকার প্রেসিডেন্ট পদে ট্রাম্পের ঐতিহাসিক বিজয়

ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে ইলেকটোরাল কলেজ ভোটে বড় ব্যবধানে পরাজিত করেছেন তিনি। ফলে ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ঐতিহাসিকভাবে প্রত্যাবর্তন করবেন ট্রাম্প। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হতে প্রয়োজন হয় ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোটের। সেই ম্যাজিক ফিগার এরই মধ্যে পেরিয়ে গেছেন ৭৮ বছর বয়সী ট্রাম্প। তিনি ম্যাজিক ফিগারের চেয়েও বেশি ভোট পেয়েছেন। রিপাবলিকান এই প্রার্থী ২৭৭টি এবং ৬০ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৪টি ইলেকটোরাল ভোট। তবে এখনও আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হয়নি। 

এদিকে, পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলিনা এবং জর্জিয়ার মূল যুদ্ধক্ষেত্র রাজ্যে জয়লাভ করার প্রত্যাশিত হওয়ার পরে ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে হ্যারিসের বিরুদ্ধে বিজয় ঘোষণা করেছিলেন। 

রিপাবলিকান ফ্লোরিডায় উচ্ছ্বসিত জনতাকে ট্রাম্প বলেছিলেন, ‘আমেরিকা আমাদের একটি অভূতপূর্ব এবং শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে।’

সাতটি গুরুত্বপূর্ণ সুইং স্টেটের মধ্যে, ট্রাম্প উত্তর ক্যারোলিনা, উইসকনসিন, পেনসিলভানিয়া এবং জর্জিয়া জিতেছেন এবং মিশিগান, নেভাদা এবং অ্যারিজোনায় এগিয়ে রয়েছেন। কমলা হ্যারিস এখনও স্বীকার করেননি বা সমর্থকদের সম্বোধন করেননি। আর চূড়ান্ত ফলাফল আসার আগেই হতাশ জনতা তার ওয়াচ পার্টি ছেড়ে চলে গেছে। রিপাবলিকানরাও গুরুত্বপূর্ণ আসনের একটি স্ট্রিং উল্টে ডেমোক্র্যাটদের কাছ থেকে সেনেট ফিরিয়ে নিয়েছে। 

সূত্র: আলজাজিরা ও বিবিসি।

এম হাসান

×