ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

ট্রাম্পের দখলে সিনেট, জয় ৯৫ শতাংশ নিশ্চিত

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৩:৫৫, ৬ নভেম্বর ২০২৪

ট্রাম্পের দখলে সিনেট, জয় ৯৫ শতাংশ নিশ্চিত

ডোনাল্ড ট্রাম্প।

তুমুল প্রতিদন্দ্বিতায় চলছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। আর এই নির্বাচন ঘিরে উৎকণ্ঠায় সারা বিশ্ব। মার্কিন এই মসনদে কে বসতে চলেছেন, ডোনাল্ড ট্রাম্প না-কি কমলা হ্যারিস? ইতোমধ্যে লড়াইয়ে তারা দুজনই বেশ কাছাকাছি রয়েছেন। তবে তারপরও ট্রাম্পই আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে আভাস পাওয়া যাচ্ছে।  

জানা যায়, ইতোমধ্যে ট্রাম্পের দখলে চলে গেছে সিনেট, যা দেশটির নির্বাচনে জয়লাভের জন্য অত্যন্ত গুরুপূর্ণ ভূমিকা পালন করে। আর প্রতিনিধি সভাতেও এগিয়ে রিপাবলিকানরা। পাশাপাশি সাতটি সুইং স্টেটের মধ্যে দুটিতে জয়ী হয়ে ট্রাম্পের অবস্থান শক্তিশালী।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক পূর্বাভাসে জানিয়েছে, আবারো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের জয়লাভ ৯৫ শতাংশ নিশ্চিত। ভোট গণনা শেষে ট্রাম্প পাবেন ৩০২টি ইলেক্টোরাল ভোট। কমলা পাবেন ২৩২টি।

অপরদিকে, আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার সর্বশেষ তথ্য বলছে, এখন পর্যন্ত  ট্রাম্প পেয়েছেন ২৪৮ ইলেকটোরাল কলেজ ভোট। ২১৪ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস। আর ফক্স নিউজের দাবি, ট্রাম্প পেয়েছেন ২৬৭ ও কমলা ২২৬টি ভোট।

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে প্রার্থীকে ইলেক্টোরাল ভোটে ন্যূনতম ২৭০ ভোট পেতে হবে। সেই পথে আর মাত্র ২২টি বাকি ট্রাম্পের।

এদিকে, সমর্থকদের উদ্দেশে আজ রাতের পূর্বনির্ধারিত ভাষণ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কমলা হ্যারিস। কমলার হয়ে ডেমোক্রেটিক প্রচার শিবিরের একজন সিনিয়র সদস্য এ সিদ্ধান্তের কথা জানান। এই ঘোষণার ঠিক আগ মুহূর্তে সাতটি সুইং স্টেটের মধ্যে পাঁচটিতে ট্রাম্প এগিয়ে থাকার খবর আসে।  

সূত্র: নিউইয়র্ক টাইমস ও আলজাজিরা।

এম হাসান

×