স্বল্প সময়ের মধ্যে-ই বিশ্ব জানতে পারবে,,মার্কিন মুল্লুকের প্রেসিডেন্ট কে হচ্ছেন।
উভয় সমর্থক সহ গোটা যুক্তরাষ্ট্রের নাগরিকরা শেষ মুহুর্তেও উৎকন্ঠা থেকে বের হতে পারছেন না। কখন যে বিজয়ের মালা নিয়ে বিশ্ব মোড়লের চেয়ারে বসে যাচ্ছেন ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নাকি কমলা হ্যারিস। তবে নানাভাবে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। কমলা হ্যারিসও ব্যবধান কমাচ্ছেন আবার ট্রাম্পের কাছে পিছিয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতি এখন পর্যন্ত সব ক'টি সেক্টরে প্রকাশিত নির্বাচনী ভোটের ফলাফলে আভাস দিচ্ছে,শেষ পর্যন্ত ট্রাম্প জিতলেও জিতে যেতে পারেন।তবে স্বল্প সময়ের মধ্যে-ই বিশ্ব জানতে পারবে,,মার্কিন মুল্লুকের প্রেসিডেন্ট কে হচ্ছেন।
ইস্টকোস্টের ফলাফল এখনো জনসম্মুখে প্রকাশ না হওয়ায় ট্রাম্প -কমলা হ্যারিসের ব্যবধান এখন পর্যন্ত বেশি দেখতে পারছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। তবে এমন ব্যবধান সহসাই হৃাস পাবে বলে মার্কিন বিশ্লেষকরা মনে করছেন।
এখন পর্যন্ত বিভিন্ন রাজ্যের প্রকাশিত ফলাফলে দেখা গেছে,পেনসেলভেনিয়া,
ব্লু ওয়াল ও উইসকনসিনে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন সামান্য ব্যবধানে। যা ট্রাম্পের বিজয়ের বার্তা ছড়িয়ে দিতে এখনো যথেষ্ট নয়।এদিকে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য মিশিগানে এগিয়ে আছেন কামলা হ্যারিস।
নির্বাচনী হিসেব নিকেশনানুযায়ী কামালা হ্যারিসকে বিজয়ী অর্থাৎ প্রেসিডেন্ট হতে হলে ব্লু ওয়ালের ওই ৩টি স্টেইটে অবশ্যই জয়ী হতে হবে।
অথচ অপরদিকে সানবেল্টে জর্জিয়া ও এ্যারিযোনায় ট্রাম্প এগিয়ে আছেন। ট্রাম্পের বিজয়ের জন্য ব্লু ওয়াল বা সানবেল্ট কোন একটিতে জিতলেই হবে।অন্যদিকে জয়ের জন্য কামালা হ্যারিসকে ব্লু ওয়াল অবশ্যই জিতে আসতে হবে।মূলত দু'বেল্টেই ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত এগিয়ে।
টুম্পা