ভোট দিতে যাচ্ছেন ভোটাররা।
আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট কে হবেন? কমলা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প, সে জন্যে আরো কিছু সময়ের জন্য অপেক্ষায় থাকতে হবে। কারণ, ভোটদান প্রক্রিয়া প্রায় শেষ, পুরো গণনা শেষ হতে কয়েকদিন লেগে যেতে পারে। দেশটির বিভিন্ন রাজ্যে সময়ের ব্যবধান থাকায় সময়কে সমন্বয় করে ভোট শুরু এবং শেষ হবে।
এরই মধ্যে চূড়ান্ত ভোটের দিনের আগে প্রায় ৮ কোটি মার্কিনি নির্বাচনে আগাম ভোট দিয়েছেন। এরই মধ্যে প্রায় ৮ কোটি ২০ লাখ মানুষ আগাম ভোট দিয়েছেন। এর মধ্যে জর্জিয়া, নর্থ ক্যারোলাইনাসহ দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ভোটাররা রয়েছেন, যাঁদের ভোটে নির্ধারিত হতে পারে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্টকে হচ্ছেন।
এ নির্বাচনে মূল দুই প্রতিদ্বন্দ্বী হলেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বেশ কিছু অঙ্গরাজ্যগূলোতে ইতোমধ্যে ভোট গননা ও ফলাফল আসতে শুরু করেছে এবং জর্জিয়া অঙ্গরাজ্যে এরই মধ্যে ৪০ লাখেরও বেশি ভোটার ভোট দিয়েছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নর্থ ক্যারোলিনাতে জয়ী হয়েছেন এবং ভোটের ফলাফলে সম্ভবত গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য জর্জিয়াতেলও তিনি জয়ী হবেন। কমলা হারিসকে জয়ী হতে হলে অবশ্যই তাকে পেনসিলভেনিয়া, মিশিগান ও উইসকনসিন অঙ্গরাজ্যেগূলোতে অবশ্যই জয়ী হতে হবে, যদিও সে অঙগরাজ্যগুলোতে ডোনাল্ড ট্রাম্পের প্রাধান্য রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এক নির্ভরযোগ্য জরিপের প্রাথমিক তথ্যে দেখা যাচ্ছে, এবারের যুক্তরাস্ট্রের ভোটারদের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে গণতন্ত্র আর অর্থনীতির অবস্থা। প্রায় এক-তৃতীয়াংশ ভোটার তাদের গুরুত্বের তালিকায় গণতন্ত্রকে শীর্ষে রেখেছেন। আর তারপরই জায়গা পেয়েছে অর্থনীতি, গর্ভপাত, অভিবাসন এবং বৈদেশিক নীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। প্রায় ৬০ শতাংশ হ্যারিস সমর্থক গণতন্ত্রকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করলেও ট্রাম্প সমর্থকদের মধ্যে মাত্র ১০ শতাংশের কাছে বিষয়টি গুরুত্ব পেয়েছে। প্রতি ১০ জনের মধ্যে প্রায় সাতজন ভোটার নির্বাচনের ফলাফল ঘিরে সহিংসতার বিষয়ে চিন্তিত।
গতবারের নির্বাচনের তুলনায় এবার অনেক বেশি আগাম ভোট দিয়েছেন। ডেমোক্র্যাটরা আগাম ভোট দেওয়ার ক্ষেত্রে অনেক আগে থেকে এগিয়ে। এবার রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও দলের ন্যাশনাল কমিটির প্রচারের পর ডেমোক্র্যাটদের মোকাবিলা করতে মাঠে নেমেছেন রিপাবলিকানরা।
বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে আবার অনেক ভোটকেন্দ্রে ভোটারদের লাইনের অপেক্ষা করা ভোটারদের সংখ্যা তূলনামূলকভাবে কম। ভোটারদের রায়ে যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, তিনিই ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে শুরু করে পরবর্তী চার বছরের জন্য রাষ্ট্র ক্ষমতায় থাকবেন।
এম হাসান