ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

কমলা হ্যারিস পার করলেন ২০০

প্রকাশিত: ১১:২৮, ৬ নভেম্বর ২০২৪; আপডেট: ১১:৪৮, ৬ নভেম্বর ২০২৪

কমলা হ্যারিস পার করলেন ২০০

কমলা হ্যারিস ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে চলছে গণনা। 
বাংলাদেশ সময় বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টা পর্যন্ত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৩০ এবং ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস ২১০ ইলেক্টোরাল ভোট পেয়েছেন। খবর এপি  

জানা গেছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবার রেকর্ড পরিমাণ ভোট পড়েছে। সময়ের তারতম্য থাকায় রাজ্যগুলোতে ভোটগ্রহণ ও সম্পন্ন হয় ভিন্ন ভিন্ন সময়ে। চুড়ান্ত ফলাফল পেতে কয়েক দিন সময় লাগতে পারে।  এবারে নির্বাচনে ভোটার উপস্থিতি বেশি হওয়ার জন্যই গণনায় আরও বেশি সময় লাগতে পারে বলে জানা গেছে। তার ওপরে প্রার্থীরা ভোট পুনঃগণনার দাবি করতে পারে এমন ধারণা মাথায় রেখে এবার আরও সতর্ক থাকছে নির্বাচন কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে এবং ডিসট্রিক্ট অব কলাম্বিয়ায় মোট ৫৩৮ ইলেক্টোরাল ভোট আছে তাঁদের মধ্যে অন্তত ২৭০টি ইলেক্টোরাল ভোট পাবেন তিনি নির্বাচিত বলে গণ্য হবেন। তবে গত এক বছরের জনমত জরিপ এবং অতীত নির্বাচনের আলোকে ৪৩টি অঙ্গরাজ্যের ফলাফল কী হবে তা মোটামুটি নিশ্চিত হয়ে আছে।

আর সাতটি অঙ্গরাজ্যে— জর্জিয়া, উইসকনসিন, মিশিগান, পেনসিলভানিয়া, অ্যারিজনা, নেভাদা আর নর্থ ক্যারলাইনায় কে জিতবে, তা নিশ্চিত ছিল না। এই রাজ্যেগুলোকে ‘সুইং স্টেটস’ বলা হয় এবং সেখানে মোট ৯৩টি ইলেক্টরাল ভোট আছে।

তাজিন

×