যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাভুটি প্রায় শেষে পর্যায় চলে এসেছে। অনেক রাজ্যে ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে তারা তাদের ভোটকেন্দ্রগুলো বন্ধ করে দিয়েছে । আগামী কয়েক ঘণ্টার মধ্যে সব রাজ্যে শেষ হবে ভোটগ্রহণ।
সবার প্রথমে কেন্টাকি ও ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ভোটকেন্দ্রগুলোর দরজা বন্ধ হয়। আর এখান থেকেই আসা শুরু করে ভোটের ফলাফল। আর এখানেই দেখা যায় চমক , ব্যবধান বাড়ছে ট্রাম্প- কমলার, এগিয়ে আছে ট্রাম্প। বাংলাদেশ সময় বুধবার ভোর পর্যন্ত গণনা করা ভোটের ৩,৫৭,৬৬,৫৯১টি ভোট পেয়েছেন কমালা হ্যারিস । অপরদিকে ট্রাম্প পেয়েছেন ৪,০৪,৪৭,৬৫৪টি ভোট । প্রতি মিনিটে মিনিটে ভোট গণনার সংখ্যা বেড়ে চলছে। তার সাথে বাড়ছে চাপ। জিততে হলে ২৭০টি ভোট দরকার ।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে অবশ্য যিনি বেশি ভোট পান তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হন না। এর বদলে ইলেক্টোরাল কলেজের মাধ্যমে প্রেসিডেন্ট হন। এই প্রথাই চলে আসছে।