ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

মিসরে ৫ হাজার বছর পর এক দাগওয়ালা হায়েনার সন্ধান

প্রকাশিত: ২১:২৩, ৫ ফেব্রুয়ারি ২০২৫

মিসরে ৫ হাজার বছর পর এক দাগওয়ালা হায়েনার সন্ধান

পাঁচ হাজার বছরের মধ্যে এই প্রথম মিসরের দক্ষিণ-পূর্বাঞ্চলে এক দাগওয়ালা হায়েনার সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানভিত্তিক জার্নাল  ম্যামালিয়াতে প্রকাশিত এই বিস্ময়কর আবিষ্কারটি রীতিমতো অবাক করে দিয়েছে বিজ্ঞানীদের। সুদান সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে এই একাকী ক্রোকুটা ক্রোকুটা নামের হায়েনাটির সন্ধান মেলে। তবে দুর্ভাগ্যক্রমে গবাদি পশুকে আক্রমণ করার কারণে হায়েনাটিকে হত্যা করে স্থানীয় লোকজন। এ আবিষ্কারটি গুরুত্বপূর্ণ। কারণ দাগওয়ালা হায়েনা সাধারণত আরও দক্ষিণে অর্থাৎ আফ্রিকার সাব-সাহারান অঞ্চলে পাওয়া যায়। নোরিজের। এ গবেষণার প্রধান লেখক ও মিসরের আল আজহার ইউনিভার্সিটির ড. আবদুল্লাহ নাগি বলেন, আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি। হায়েনার বিভিন্ন ছবি ও ভিডিও দেখার আগ পর্যন্ত আমার প্রথম প্রতিক্রিয়া ছিল একেবারে অবিশ্বাস্য। তবে প্রমাণ দেখার পর আমি পুরোপুরি হতবাক হয়েছি। যে স্থানে হায়েনাটি পাওয়া গেছে সেটি এর পরিচিত পরিসর থেকে পাঁচশ’ কিলোমিটার উত্তরে অবস্থিত। বিজ্ঞানীরা বলছেন, পরিবেশের পরিবর্তন হয়তো হায়েনার অভিগমণের জন্য নতুন এক পথ তৈরি করে দিয়েছে। কীভাবে এই দাগওয়ালা হায়েনা মিসর পৌঁছাল তা খতিয়ে দেখতে ১৯৮৪ থেকে ২০২২ সাল পর্যন্ত পাওয়া স্যাটেলাইটের তথ্য বিশ্লেষণ করে গাছপালা ও বৃষ্টিপাতের পরিবর্তন ট্র্যাক করেছে গবেষণা দলটি।

×