
বর্তমান বিশ্বে ব্রেন স্ট্রোক একটি অন্যতম ভয়াবহ স্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচিত। প্রতি বছর লাখ লাখ মানুষ এই মরণঘাতী রোগে আক্রান্ত হন, যার ফলে তাদের জীবনে চরম শারীরিক এবং মানসিক প্রতিকূলতা তৈরি হয়। কিন্তু সম্প্রতি এক সুসংবাদ এসেছে বিজ্ঞানীদের কাছ থেকে, যা ব্রেন স্ট্রোক পরবর্তী পুনর্বাসনের জন্য এক নতুন আশা যোগ করেছে। ব্রেন স্ট্রোক পরবর্তী সুস্থতার জন্য আবিষ্কৃত হয়েছে একটি যুগান্তকারী ওষুধ, যা স্ট্রোক আক্রান্তদের সেরে ওঠায় সাহায্য করতে পারে।
ব্রেনস্ট্রোক পরবর্তী সময়ে সেরে ওঠার যুগান্তকারী ওষুধ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। গবেষণার ফলাফলটি প্রকাশ করা হয়েছে নেচার কমিউনিকেশন জার্নালে। যেখানে একটি ইঁদুরের উপর গবেষণা চালিয়ে এমন যুগান্তকারী ফলাফল পেয়েছেন তারা।
ব্রেন স্ট্রোক অত্যন্ত জটিল এ রোগে প্রতিবছর আক্রান্ত হন লাখ লাখ মানুষ। যা অনেককে শারীরিকভাবে অক্ষম করে দেয়। ফলে নিজের স্বাভাবিক জীবন হারানোর পাশাপাশি পরিবারের বোঝা হয়ে পড়েন তারা। ব্রেন স্ট্রোকের ধাক্কা সেরে ওঠার অন্যতম উপায় হলো শারীরিক থেরাপি। তবে অনেকের ক্ষেত্রে এটি সম্ভব হয় না। অনেকে আবার দীর্ঘদিন থেরাপি চালিয়ে যেতেও পারেন না।
তবে ইউসিএলএ হেলথ গবেষণা চালিয়ে এমন এক ওষুধ খুঁজে পেয়েছে যেটি শারীরিক থেরাপির মত কাজ করতে পারে। একটি ইঁদুরের উপর গবেষণা চালিয়ে এমন যুগান্তকারী ফলাফল পেয়েছেন তারা। বিজ্ঞানীরা ইঁদুরের উপর দুটি ওষুধের পরীক্ষা চালিয়েছেন। এর মধ্যে একটি ওষুধ স্ট্রোক করা ইঁদুরের নড়াচড়ার নিয়ন্ত্রণ অনেকটাই উন্নত করেছে।
গবেষকরা বলছেন, স্ট্রোক হলে পারভেল বুমিন নিউরন নামে একটি কোষের কিছু নিউরন বিচ্ছিন্ন হয়ে যায়। এই নিউরনগুলো ব্রেনে একটি ছন্দ তৈরি করতে সহায়তা করে। যা চলাচলের অন্যান্য নিউরনকে সংযুক্ত করে। স্ট্রোক করলে এই ছন্দটি ক্ষতিগ্রস্ত হয়। তবে সফল পুনর্বাসনের মাধ্যমে মানুষ ও ইঁদুরের মধ্যে এই ছন্দগুলো পুনঃস্থাপন করা সম্ভব হয়।
গবেষক দলটি খুঁজে পেয়েছে ডিডিএল 920 নামে একটি ওষুধ। পারভেল বুমিন নিউরনসকে পুনর্জীবিত করে ব্রেনের ছন্দকে পুনঃস্থাপন করতে সহায়তা করতে পারে। এটি পরীক্ষা চালানো ইঁদুরের নড়াচড়ার নিয়ন্ত্রণকে বেশ ভালো করতে সক্ষম হয়েছে।
এই ওষুধটির কার্যকারিতা প্রমাণ ও মানুষের উপর প্রয়োগের আগে আরো গবেষণা প্রয়োজন বলে জানিয়েছে ইউসিএলএ হেলথ।
ব্রেন স্ট্রোক পরবর্তী পুনর্বাসনের ক্ষেত্রে এই নতুন আবিষ্কার ভবিষ্যতে চিকিৎসাবিদ্যা ও রোগীর সুস্থতার ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করতে পারে। তবে এর সফল প্রয়োগের জন্য আরও ব্যাপক গবেষণা ও পরীক্ষার প্রয়োজন।
সূত্র:https://tinyurl.com/yreyhrfr
আফরোজা