ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

অতিরিক্ত গরমে শরীর যেভাবে প্রতিক্রিয়া দেখায়

প্রকাশিত: ২৩:৫৭, ২৭ এপ্রিল ২০২৫; আপডেট: ০০:০২, ২৮ এপ্রিল ২০২৫

অতিরিক্ত গরমে শরীর যেভাবে প্রতিক্রিয়া দেখায়

ছবি: প্রতিকী

জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর তাপমাত্রা এমন উচ্চমাত্রায় পৌঁছাচ্ছে, যা মানুষের শরীরের স্বাভাবিক শীতলীকরণ ক্ষমতার সীমা ছাড়িয়ে যেতে পারে। এর ফলে হিটস্ট্রোকসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

এপ্রিল Grist সাময়িকীতে প্রকাশিত একটি প্রতিবেদনে এমন কয়েকটি গবেষণার কথা তুলে ধরা হয়, যেখানে শরীর সহ্য করতে পারে এমন সর্বোচ্চ ভেজা-বিন্দু তাপমাত্রা (wet-bulb temperature) পরিমাপ করা হয়েছে। উল্লেখ্য, ভেজা-বিন্দু তাপমাত্রা হলো এমন একটি সূচক, যেখানে পরিবেশের উষ্ণতা আর্দ্রতা উভয়কেই বিবেচনায় নেওয়া হয়।

হার্ভার্ড টি. এইচ. চ্যান স্কুল অব পাবলিক হেলথের পোস্টডক্টরাল গবেষক রবার্ট মীডের নেতৃত্বে পরিচালিত এক গবেষণাতেও এই বিষয়ে আলোকপাত করা হয়েছে।

জলবায়ু পরিবর্তনের কারণে যেভাবে তাপপ্রবাহ (heat wave) বাড়ছে, তাতে মানবদেহের সর্বোচ্চ সহনশীলতার সীমা নির্ধারণের প্রতি গবেষকদের আগ্রহ বেড়েছে,” বলেন মীড।

গবেষণায় অংশগ্রহণকারীরা ৪২ ডিগ্রি সেলসিয়াস (১০৮ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রায় একটি তাপকক্ষে বসেছিলেন, যেখানে আর্দ্রতা ধীরে ধীরে বাড়ানো হয়।ভাবুন, গরমের দিনে পানির গ্লাসের বাইরের অংশে যেমন ঘাম জমে, ঠিক তেমনি শরীরের ত্বকের ওপরেও আর্দ্রতার পরিমাণ এত বেড়ে গিয়েছিল,” বলেন মীড।

গবেষকরা দেখতে পান, মানবদেহ ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস (৭৯৮৮ ডিগ্রি ফারেনহাইট) ভেজা-বিন্দু তাপমাত্রা পর্যন্ত সহ্য করতে পারে। এটি পূর্ববর্তী গবেষণাগুলোর ধারণার চেয়ে উল্লেখযোগ্যভাবে কম বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

 

সূত্র: https://hsph.harvard.edu/news/how-does-the-body-respond-to-dangerous-heat/

রবিউল হাসান

×