
ছবিঃ সংগৃহীত
বুকে ব্যথা হলে আমরা অনেকেই দুশ্চিন্তায় পড়ে যাই, এটি কি হৃদরোগের লক্ষণ, নাকি সাধারণ গ্যাস্ট্রিকের সমস্যা? বিশেষজ্ঞদের মতে, এই দুই ধরনের ব্যথা একে অপরের সঙ্গে মিলে যেতে পারে, তাই সতর্ক হওয়া জরুরি।
হৃদরোগের ব্যথা হলে রোগী সাধারণত যে ধরনের অস্বস্তি বোধ করে, তা হলো, বুকের মাঝখানে চাপ বা ভারী অনুভূতি হয়। ব্যথা কাঁধ, গলা, চোয়াল বা হাতে ছড়িয়ে পড়তে পারে। ব্যথার সাথে ঘাম, বমি বমি ভাব, শ্বাসকষ্ট হতে পারে। ব্যথা বিশ্রাম নিলেও কমে না বরং বাড়তে থাকে। সাধারণত শারীরিক পরিশ্রম বা মানসিক চাপের সময় ব্যথা বেশি হয়।
অন্যদিকে গ্যাস্ট্রিকের ব্যথার বৈশিষ্ট্য হলো, ব্যথা বুকের ওপরের অংশে বা পেটে হয়, হাঁটার সময় ব্যথা কমে যেতে পারে, বাতাস বের হলে বা খাবার খাওয়ার পরে আরাম লাগে। ব্যথার সঙ্গে ঢেঁকুর তোলা, পেট ফাঁপা বা অম্বল থাকে। সাধারণত কোনো শারীরিক চাপ ছাড়াই ঘটে।
ব্যথা যদি তীব্র হয় এবং বিশ্রামেও না কমে। সাথে যদি শ্বাসকষ্ট, অতিরিক্ত ঘাম বা মাথা ঘোরা হয়। ব্যথা যদি প্রথমবার অনুভূত হয় বা আগের চেয়ে বেশি হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
বিশেষজ্ঞরা পরামর্শ দেন, সন্দেহ হলে সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। কারণ হৃদরোগে সময়মতো চিকিৎসা না নিলে জীবন ঝুঁকিতে পড়তে পারে।
সূত্রঃ https://www.facebook.com/share/r/1F7Kg2kP7q/
আরশি