
ছবিঃ সংগৃহীত
আমাদের জীবনে কখনো কখনো অদ্ভুত কিছুর প্রতি আকর্ষণ দেখা দেয় বিশেষ করে মাটি, কাদা, বরফ বা চুনের মতো অখাদ্য জিনিসের প্রতি। সম্প্রতি জনপ্রিয় চিকিৎসক ও স্বাস্থ্য-সচেতনতা বৃদ্ধিকারী তাসনিম জারা এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন।
তাসনিম জারার মতে, মাটি বা অখাদ্য জিনিস খাওয়ার প্রবণতা (Pica) কোনো সাধারণ ঘটনা নয়। এর পেছনে থাকতে পারে গুরুতর শারীরিক বা মানসিক সমস্যা, বিশেষ করে পুষ্টির ঘাটতি।
এর সবচেয়ে বড় কারণ হতে পারে আয়রনের ঘাটতি। বিশেষ করে রক্তস্বল্পতা (Anemia) থাকলে মাটির গন্ধ বা স্বাদে আকৃষ্ট হওয়ার প্রবণতা দেখা দিতে পারে।
এছাড়াও অন্যান্য বিশেষজ্ঞদের মতে, এর পেছনে মানসিক চাপ বা উদ্বেগ ভূমিকা রাখতে পারে। অতিরিক্ত মানসিক চাপের কারণে অস্বাভাবিক খাদ্যাভ্যাস তৈরি হতে পারে।
তাই তাসনিম জারা পরামর্শ দিয়েছেন, যদি কারও এই ধরনের প্রবণতা দেখা দেয়, তাহলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অল্প খরচে রক্ত পরীক্ষা করিয়ে পুষ্টির ঘাটতি নির্ণয় করা যেতে পারে। পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া জরুরি।
সূত্রঃ https://www.facebook.com/share/r/12J6B6Md75B/
আরশি