ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

প্রসবের আগে একজন প্রসূতি মায়ের যেসকল প্রস্তুতি থাকা উচিত!

প্রকাশিত: ২৩:৩৪, ২৫ এপ্রিল ২০২৫

প্রসবের আগে একজন প্রসূতি মায়ের যেসকল প্রস্তুতি থাকা উচিত!

ছবিঃ সংগৃহীত

প্রসব একটি স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। তবে এই সময়টা মা ও শিশুর জন্য যাতে সুস্থ ও নিরাপদ হয়, সেজন্য কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতির প্রয়োজন হয়। একজন গর্ভবতী মায়ের শারীরিক ও মানসিক প্রস্তুতির পাশাপাশি পারিবারিক ও হাসপাতালভিত্তিক প্রস্তুতিও জরুরি।

প্রসব পরিকল্পনার শুরুতেই কোথায় প্রসব করবেন (হাসপাতাল/বাড়ি) সেটা খুবই জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা মূলত হাসপাতালে প্রসবকেই গুরুত্ব দিইয়ে থাকেন। কারণ প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণসহ মায়ের নানা জটিলতা দেখা দিতে পারে। তাই বাড়িতে অনভিজ্ঞ কাউকে দিয়ে প্রসব করানোর চেয়ে হাসপালাতে অভিজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাওয়ায় অধিক যুক্তিপূর্ণ বলে মনে করেন তারা।

জায়গা ঠিক করার পাশাপাশি, প্রয়োজনীয় ওষুধ, ইনজেকশন বা রক্তের ব্যবস্থা রয়েছে কি না? জরুরি কন্টাক্ট নম্বর হাতে রাখা, হাসপাতালের ব্যাগ প্রস্তুত রাখা মায়ের প্রয়োজনীয় জামাকাপড়, নবজাতকের কাপড়, তোয়ালে, মেডিকেল কাগজপত্র ইত্যাদি আগে থেকেই গুছিয়ে রাখা ভালো। এতে করে প্রসব বেদনা শুরু হলে মায়ের মানসিক স্বাস্থ্য ভালো থাকবে ও সে ঘাবড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে।

সূত্রঃ https://www.facebook.com/share/v/1DbcKjsDJP/

 

আরশি

×