ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

ব্লক বৃদ্ধ বয়সের রোগ নয়, বরং শরীরে এর সূত্রপাত ঘটে মায়ের পেট থেকে

প্রকাশিত: ২২:১৭, ২৫ এপ্রিল ২০২৫

ব্লক বৃদ্ধ বয়সের রোগ নয়, বরং শরীরে এর সূত্রপাত ঘটে মায়ের পেট থেকে

ছবিঃ সংগৃহীত

ব্লকের মূল কারণ হলো অ্যাথেরোস্ক্লেরোসিস, অর্থাৎ ধমনীতে চর্বি, কোলেস্টেরল ও অন্যান্য পদার্থ জমে সরু হয়ে যাওয়া। অনেক ক্ষেত্রে এর প্রাথমিক ধাপ শুরু হয় শিশু বয়সেই, এমনকি গর্ভাবস্থায়। যদি গর্ভবতী মা উচ্চ কোলেস্টেরল, ডায়াবেটিস বা ধূমপানজনিত ঝুঁকিতে থাকেন, তাহলে গর্ভস্থ শিশুর ধমনিতে চর্বির আস্তরণ তৈরি হতে পারে।

যদিও ব্লকের বীজ জন্ম থেকেই থাকতে পারে, কিন্তু এটি অনেক সময় ধীরে ধীরে বাড়ে। জীবনযাত্রার ধরন, খাদ্যাভ্যাস, উচ্চ রক্তচাপ, ধূমপান, মানসিক চাপএইসব কারণে বয়স বাড়ার সাথে সাথে ব্লক গুরুতর আকার নেয়।

তাই এ রোগটি প্রতিরোধ করতে সঠিক খাদ্যাভ্যাস ও ব্যায়াম, ধূমপান বন্ধ, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা খুবই জরুরি।

ব্লক শুধু বৃদ্ধ বয়সের রোগ নয়। এর ভিত্তি জন্ম থেকেই তৈরি হতে পারে। বিশেষ করে ধুমপায়ীরা এ রোগের ঝুঁকিতে আছেন। তাই ছোটবেলা থেকেই স্বাস্থ্যকর জীবনযাত্রা ও সচেতনতা বজায় রাখা জরুরি, যাতে পরিণত বয়সে এর ঝুঁকি কম থাকে।

সূত্রঃ https://www.facebook.com/share/v/1AjKF4L7vU/

 

আরশি

×