
ছবিঃ সংগৃহীত
গর্ভাবস্থা প্রতিটি মায়ের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময়ের কিছু অসাবধানতা ভবিষ্যৎ শিশুর জন্মগত ত্রুটির ঝুঁকি বাড়াতে পারে। তাই আগে থেকেই সচেতন হওয়া দরকার।
গর্ভাবস্থায় প্রচণ্ড জ্বর হলে
জ্বরের সময় প্রসূতি মায়ের সঠিক চিকিৎসা না হলে, গর্ভপাত অথবা বাচ্চার জন্মগত ত্রুটি দেখা দেয়।
থাইরয়েডের সমস্যা
এ সমস্যা অনেক মায়েরই থাকতে পারে। এ ক্ষেত্রে গর্ভধারণের আগেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রয়োজন অনুযায়ী ওষুধ খেতে হবে।
কারো যদি উচ্চতর ডায়াবেটিস থাকে
যাদের ডায়াবেটিস আছে, অবশ্যই পর্যাপ্ত চিকিৎসা নিয়ে গর্ভধারণ করতে হবে। তা না হলে বাচ্চার জন্মগত ত্রুটি দেখা দিতে পারে।
অ্যাপিলেপসির ওষুধ খেলে
কারো অ্যাপিলেপসি থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে এ রোগের ওষুধ খেতে হবে। পরামর্শ ছাড়া ওষুধ খেলে অনেক সময় বাচ্চার ঠোঁট কাটা, হার্টে সমস্যা ইত্যাদি শারীরিক সমস্যা হতে পারে।
শিশুর সুস্থ জন্ম নিশ্চিত করতে গর্ভাবস্থায় প্রতিটি পদক্ষেপেই চাই সচেতনতা। ছোট একটি ভুলও বড় বিপদের কারণ হতে পারে। তাই সময়মতো সচেতন হন, সুস্থ সন্তান পৃথিবীতে আনুন।
সূত্রঃ https://www.facebook.com/reel/1717360195513380
আরশি