ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

পা ফোলা মানেই কি কিডনি সমস্যা!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩১, ২২ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:৩৫, ২২ এপ্রিল ২০২৫

পা ফোলা মানেই কি কিডনি সমস্যা!

ছবি: সংগৃহীত

 

পায়ে পানি আসলে অনেকের ভয় লাগে যে কিডনি হয়তো নষ্ট হয়ে গেছে। সিকেডি (ক্রনিক কিডনি ডিজিজ) বা অ্যাকিউট কিডনি রেনাল ফেলিওর, যাতে হঠাৎ করে কিডনি বিকল হয়ে পড়ে সেজন্য পায়ে পানি আসতে পারে। 

আবার কিডনির বিকলতা ছাড়াও হার্টের ক্ষতির কারণেও পায়ে পানি আসতে পারে। লিভারের কারণে পানি আসতে পারে। আবার কখনো কখনো কোনও কারণ ছাড়াও পানি আসতে পারে। 

আমাদের দেশে কখনো কখনো ব্লাড প্রেশারের ওষুধ অ্যাম্লোডিপিন খাওয়ানো হয়। যার কারণেও পানি আসতে পারে। দীর্ঘক্ষণ আপনি বাসে বা ট্রেনে পা ঝুলিয়ে বসে যাচ্ছেন এতেও পানি আসতে পারে। আবার অনেক সময় বিশেষ করে মেয়েদের (অ্যানজিও নিউরোটিক ইডিমা)কোনো কারণ ছাড়াই, আবার তাদের পায়ের মাংসপেশির ব্যায়াম হয়না তাই পানি আসতে পারে।

আর পায়ে পানি আসার আসল কারণ হচ্ছে কিডনি, হার্ট, লিভারের সমস্যা। 

পরামর্শে:  অধ্যাপক ডা. সোহরাব হোসেন সৈৗরভ, সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের (ঢাকা) ইউরোলজি বিভাগের প্রফেসর মূত্রনালি, মূত্রথলি ও অণ্ডকোষ রোগ বিশেষজ্ঞ সার্জন।

আবুবকর

×