ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

জ্বর ঠোসার ক্ষতিকর দিকসমূহ!

প্রকাশিত: ২১:৫২, ২১ এপ্রিল ২০২৫

জ্বর ঠোসার ক্ষতিকর দিকসমূহ!

ছবিঃ সংগৃহীত

জ্বর ঠোসা (Herpes Simplex Virus বা HSV) হলো একটি ভাইরাসজনিত সংক্রমণ, যা সাধারণত ঠোঁট, মুখ বা গালের চারপাশে ফুসকুড়ির আকারে দেখা দেয়। অনেকেই একে সাধারণ সমস্যা বলে মনে করলেও, এটি যথেষ্ট বিরক্তিকর ও সংক্রামক।

জ্বর ঠোসার ভাইরাস চোখে গেলে চোখ অন্ধ হইয়ে যেতে পারে। এর ভাইরাস যৌনাঙ্গে ছড়াতে পারে, যা পরবর্তীতে ভয়াবহ বিপদের কারণ হতে পারে। এছাড়াও ঠোঁট বা মুখে ফুসকুড়ি হলে ব্যথা ও জ্বালাভাব হয়। খাওয়া-দাওয়া ও কথা বলায় অসুবিধা হয়।

এটি খুব সহজেই ছড়াতে পারে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এ রোগ হলে কোভাবে হাত যেন চোখে না যায়, জীবাণু যেন দেহের অন্য কোথাও না ছড়ায়, সেদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে।

সূত্রঃ https://www.facebook.com/share/v/1Bd1qaFWc6/

 

আরশি

×