
ছবিঃ সংগৃহীত
বাবা-মা হওয়া জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কিন্তু প্রশ্ন হলো—কখন এই সিদ্ধান্ত নেওয়া উচিত? অর্থাৎ, বাচ্চা নেওয়ার উপযুক্ত বয়স কখন? এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া কঠিন, কারণ এটি নির্ভর করে শারীরিক, মানসিক, আর্থিক ও সামাজিক বিভিন্ন বিষয়ের ওপর।
শারীরিক দৃষ্টিকোণ থেকে চিকিৎসাবিজ্ঞানীদের মতে, নারীদের জন্য ২০ থেকে ৩৫ বছর বয়সের মধ্যে সন্তান ধারণ সবচেয়ে নিরাপদ ও স্বাভাবিক। এই বয়সে নারীর প্রজনন ক্ষমতা সবচেয়ে বেশি থাকে। গর্ভাবস্থায় জটিলতার ঝুঁকি কম থাকে। সন্তানও সাধারণত সুস্থ জন্ম নেয়।
এছাড়া ৩৫ বছর পেরিয়ে গেলে প্রেগন্যান্সি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। যেমন: গর্ভধারণে দেরি, গর্ভকালীন উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস ও শিশুর জন্মগত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে।
তবে পুরুষদের ক্ষেত্রেও বয়স একটা ভূমিকা রাখে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শুক্রাণুর গুণগত মান কমে যেতে পারে। তাই যে দম্পতি বাচ্চা নিতে খুব বেশি আগ্রহী তারা, ৪০ এর আগেই বাচ্চা নেওয়ার চিন্তা করতে পারেন।
তবে সন্তানের সংখ্যা অনুযায়ী বয়স আরও কমতে পারে। যেমন, যারা তিন সন্তান নিবেন, তারা ২৩ বছর বয়স থেকেই চেষ্টা করতে থাকুন। কারণ এর পরে শুরু করলে শেষ সন্তান নেওয়ার ক্ষেত্রে বয়স বেশি বেড়ে গেলে সমস্যা হতে পারে।
সূত্রঃ https://www.facebook.com/share/v/1DmTp3DYwk/
আরশি