ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

মাথা ঘোরে কেন? কি তার সমাধান?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:০৭, ২১ এপ্রিল ২০২৫

মাথা ঘোরে কেন? কি তার সমাধান?

ছবিঃ সংগৃহীত

মাথা আসলে ঘোরে না। আমাদের সে রকম একটা অনুভূতি হয়।

কেউ বলতে পারে যে, আমি অনেক সময় ধরে চিৎ হয়ে শুয়ে ছিলাম। হঠাৎ কাঁত হওয়ার পরে মনে হলো সারা দুনিয়া ঘুরছে। কোনো একটা অবলম্বন শক্ত করে ধরে থাকলেও চারিদিক ঘুরছে। 

আসলে আমরা যেই মাথা ঘোরার কথা বলে, বা একজন ফিজিওথেরাপির চিকিৎসক যেই মাথা ঘোরার চিকিৎসা করে তার উৎপত্তি হয় সাধারণত কানের মধ্যে থেকে। কানের মধ্যে কিছু ক্রিস্টাল আছে, যা যেকোনো কারণে ডিসঅর্ডার হয়ে যায়। আবার কারো কারো মাথা ঘোরার সমস্যা হয় ঘাড়ের ব্যাথা থেকে। কারো কারো কানের মধ্যে ভোঁ ভোঁ শব্দ হতে থাকলেও মাথা ঘোরে। 

সূত্র: https://www.facebook.com/reel/994593795818414

মুমু

×