ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সিজার অপারেশনের পর কোমর ব্যথা, বিশেষজ্ঞের দৃষ্টিতে মূল কারণ

প্রকাশিত: ০৩:০৪, ২১ এপ্রিল ২০২৫; আপডেট: ০৩:০৫, ২১ এপ্রিল ২০২৫

সিজার অপারেশনের পর কোমর ব্যথা, বিশেষজ্ঞের দৃষ্টিতে মূল কারণ

ছবি: প্রতীকী

অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদানের পর অনেক নারীরই পিঠের নিচের অংশে বা কোমরে ব্যথা অনুভূত হয়। এই ব্যথা সাধারণত অস্থায়ী হলেও, কিছু ক্ষেত্রে দীর্ঘস্থায়ী হতে পারে।

অনেকে এই কোমর ব্যথার জন্য সিজার অপারেশনকালীন অ্যানেস্থেসিয়া (শরীর অচেতন করা) দেওয়াকে দায়ী করে থাকেন। তবে মাস্কুলোস্কেলিটাল ডিজঅর্ডারস বিশেষজ্ঞ প্রসেফর ডা. আলতাফ সরকার সিজার পরবর্তী কোমর ব্যথার অন্য কিছু কারণ তুলে ধরেছেন।

ডা. আলতাফ সরকার মতে, অস্ত্রোপচারের জন্য ইনজেকশন (অ্যানেসথেসিয়া বা অবেদন) দেওয়ার পর থেকে অনেক সময় ব্যথা শুরু হয়। তবে এই ইনজেকশন দীর্ঘকালীন ব্যথার জন্য দায়ী নয়। মূলত কোমরের মাংসপেশি, লিগামেন্ট ও লাম্বার লাইনের স্বাভাবিক বক্রতা বেড়ে যাওয়ায় এই ব্যথা হতে পারে।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ‘সুস্থ জীবন’ এ ডা. আলতাফ সরকার বলেন, শুধু অ্যানেস্থেশিয়া ইনজেকশন দেওয়ার কারণে নারীদের কোমরে ব্যথা হয় না। এর পেছনে অন্য কিছু কারণ রয়েছে।

তিনি জানান, বাচ্চা পেটে আসার পরে ধীরে ধীরে পেট বড়, স্যাক্রোইলিয়াক জয়েন্ট (মেরুদণ্ডের সাথে পেলভিসের সংযোগকারী জয়েন্ট) ফাঁকা হতে থাকে। এছাড়া, নিতম্ব বড় ও মাংসপেশীও দুর্বল হতে থাকে।

তিনি আরও জানান, উন্নত দেশগুলোতে গর্ভাবস্থার আগে ও পরে ফিজিওথেরাপি চিকিৎসা ও ব্যায়ামকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়। বাংলাদেশেও এমন সেবা চালু করার উদ্যোগ নিয়েছেন তিনি ও তাঁর কিছু সহকর্মী।

এ বিষয়ে কয়েকজন গাইনোকোলজিস্টের সঙ্গে কাজ করে গর্ভাবস্থায় ও প্রসব-পরবর্তী সময়ে নারীদের জন্য উপযোগী ব্যায়াম ও চিকিৎসা পদ্ধতি চালু করার চেষ্টা করছেন বলেও জানান ডা. আলতাফ।

 

সূত্র: https://www.facebook.com/share/r/1GBzfwLLMi/

রাকিব

×