ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

লিভার ভালো তো? জেনে নিন শরীর কীভাবে সংকেত দেয়

স্বাস্থ্য ডেস্ক:

প্রকাশিত: ০১:২৬, ২১ এপ্রিল ২০২৫; আপডেট: ০১:২৯, ২১ এপ্রিল ২০২৫

লিভার ভালো তো? জেনে নিন শরীর কীভাবে সংকেত দেয়

ছবি: সংগৃহীত

লিভার আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, যা হজম থেকে শুরু করে রক্ত পরিশোধনসহ নানা গুরুত্বপূর্ণ কাজে যুক্ত। তবে লিভারে সমস্যা দেখা দিলে শরীর কিছু সংকেত দেয়, যেগুলোকে অবহেলা করলে বিপদ ডেকে আনতে পারে। নিচে এমন কিছু লক্ষণের কথা উল্লেখ করা হলো, যেগুলো লিভারের সমস্যার প্রাথমিক ইঙ্গিত হতে পারে:

লিভারের সমস্যার সাধারণ লক্ষণসমূহ:
খাবার দেখলেই গা-গোলানো বা বমি বোধ।লিভার ভালোভাবে কাজ না করলে হজমের সমস্যা হতে পারে, ফলে খাবারের গন্ধেই বমি পেতে পারে।

ক্ষুধামন্দা
লিভারের কার্যক্ষমতা কমে গেলে স্বাভাবিকভাবে খিদে কমে যায়।

তলপেটে ব্যথা
লিভারের প্রাথমিক সমস্যার ক্ষেত্রে অনেক সময় ডান দিকের তলপেটে চাপ বা ব্যথা অনুভব হয়।

ত্বকের রঙ ফ্যাকাসে হয়ে যাওয়া
জন্ডিসের প্রাথমিক লক্ষণ হিসেবে ত্বকের উজ্জ্বলতা কমে গিয়ে ফ্যাকাসে হয়ে যেতে পারে।

চোখের চারপাশে কালচে ছোপ
অস্বাভাবিক কালো দাগ বা ছোপ চোখের চারপাশে দেখা দিলে সেটাও লিভারের সমস্যার ইঙ্গিত হতে পারে।

অতিরিক্ত ক্লান্তি, অবসাদ, মাথা ঝিম ধরা
লিভারের কার্যক্রম ব্যাহত হলে শরীরে টক্সিন জমে ক্লান্তি, মনঃসংযোগে সমস্যা এবং মাথা ভারী লাগার মতো উপসর্গ দেখা দিতে পারে।

লিভারের সমস্যাকে অবহেলা করলে তা পরবর্তীতে জটিল রূপ নিতে পারে। তাই উপরে উল্লেখিত যেকোনো একটি লক্ষণ নিয়মিতভাবে দেখা গেলে দেরি না করে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

এসএফ 

×