
ছবিঃ সংগৃহীত
মলদ্বারে ব্যথা একটি অস্বস্তিকর ও বিব্রতকর সমস্যা, যা হঠাৎ করেই দেখা দিতে পারে। এটি কিছু ক্ষেত্রে সাময়িক হলেও কখনো কখনো দীর্ঘমেয়াদী সমস্যার ইঙ্গিতও হতে পারে। জেনে নিন এর সম্ভাব্য কারণ এবং ঘরোয়া সমাধান। মলদ্বারে ব্যথার সাধারণ কারণ হতে পারে, পাইলস (অর্শ/হেমোরয়েড) ও এনাল ফিশার (আঁশ ফাটা)।
মলদ্বারের শিরা ফুলে গেলে ব্যথা, চুলকানি ও রক্তপাত হতে পারে। এটা মূলত পাইলসের লক্ষণ। অন্যদিকে কঠিন মল ত্যাগের ফলে মলদ্বারে ছোট ফাটল হতে পারে, যা প্রচণ্ড ব্যথা সৃষ্টি করে। এটা হয় মূলত এনাল ফিশারের কারণে।
এ রোগ বিভিন্ন কারণে হতে পারে। তবে দীর্ঘ সময় ধরে বসে থাকা বা কনস্টিপেশন, অনেকক্ষণ বসে থাকা বা কোষ্ঠকাঠিন্য থাকলেও চাপ পড়ে মলদ্বারে ব্যথা হয়। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে গর্ভাবস্থার শেষ তিনমাস ও নর্মাল ডেলিভারির পর এ ধরনের সমস্যা দেখা যেতে পারে।
এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে সঠিক সময়ে মলত্যাগ করা জরুরি। এছাড়াও গরম পানির সিটজ বাথ খুবই উপকারী। প্রতিদিন ১০–১৫ মিনিট কুসুম গরম পানিতে বসে থাকলে ব্যথা ও ফোলাভাব কমে। নারকেল তেল বা পেট্রোলিয়াম গেলি ব্যবহার করা যেতে পারে। বেশি পানি পান, খাবারে ফাইবারের পরিমাণ বাড়ালে ও ব্যায়াম করলে এ সমস্যা থেকে দূরে থাকা যেতে পারে।
তবে রক্তপাত হলে, ব্যথা কয়েকদিনেও না কমলে অথবা পুঁজ বা দুর্গন্ধযুক্ত পদার্থ বের হলে কিংবা জ্বর বা অতিরিক্ত দুর্বলতা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রইয়োজন হলে অপারেশন করতে হবে।
সূত্রঃ https://www.facebook.com/share/v/15NuDxUDd5/
আরশি