ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ফাইব্রইয়েড ও সিস্টের পার্থক্য কী জানেন?

প্রকাশিত: ২০:৪৫, ২০ এপ্রিল ২০২৫

ফাইব্রইয়েড ও সিস্টের পার্থক্য কী জানেন?

ছবিঃ সংগৃহীত

নারীদের স্বাস্থ্য সমস্যা বলতে গেলে ফাইব্রইয়েড ও সিস্ট শব্দ দুটি খুব পরিচিত। অনেকেই ভয় পান, আবার অনেকে বুঝতেই পারেন না আসলে এটা কী? কেন হয়? প্রতিকার কী? অথবা অনেকেই এদের একই রোগ ভাবেন। আসলে এই দুটি রোগের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে।

প্রথমেই জেনে নেওয়া যাক ফাইব্রইয়েড কী? শরীরের কোথায় এটা হয়ে থাকে? ফাইব্রইয়েড হলো জরায়ুর (ইউটেরাস) ভেতরে বা বাইরে বেড়ে ওঠা অতি সাধারণ এক ধরনের অসাংঘাতিক টিউমার। এটা ক্যান্সার নয়, বেশিরভাগ সময় এটা ভালো হইয়ে যায়।

নির্দিষ্ট কিছু উপসর্গ যেমন, অতিরিক্ত মাসিক রক্তপাত, পেটে চাপ বা ভারী লাগা, ও গর্ভধারণে সমস্যা দেখা দিলে বুঝবেন, আপনার জরায়ুতে ফাইব্রইয়েডের অস্তিত্ব তৈরি হচ্ছে।

অন্যদিকে সিস্ট হলো শরীরের ভেতরে তরল বা আধা-তরলে ভর্তি একটি ছোট থলি, যা ডিম্বাশয় (ovary) বা অন্য কোথাও হতে পারে। এটা হলে যে উপসর্গ দেখা দিতে পারে তা হল অনিয়মিত পিরিয়ড, তলপেটে ব্যথা ও ফোলাভাব বা চাপ।

যেসব কারণে শরীরে ফাইব্রইয়েড ও সিস্ট হতে পারে তা হলো, হরমোনের পরিবর্তন, জন্মনিয়ন্ত্রণ পিলের প্রভাব, বংশগত কারণ ও অতিরিক্ত ওজন

এর প্রতিকারে নিয়মিত পিরিয়ড না হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে আলট্রাসোনোগ্রাফি করান, ভয় পাবেন না—অনেক সময় ওষুধেই ভালো হয়ে যায়। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কিছু খাবেন না। ফাইব্রইয়েড ও সিস্ট মানেই ক্যান্সার নয়। অনেক নারীর জীবনে এটি আসে, আবার চলে যায়। তবে অবহেলা নয়—সচেতন থাকলেই সুস্থ থাকা সম্ভব।

সূত্রঃ https://www.facebook.com/share/r/14yebJtrf7/

আরশি

×