ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

ডেঙ্গুর ঝুঁকি এড়াতে বর্ষার আগেই যেসব ব্যবস্থা নেওয়া জরুরি

প্রকাশিত: ১৯:২৫, ২০ এপ্রিল ২০২৫

ডেঙ্গুর ঝুঁকি এড়াতে বর্ষার আগেই যেসব ব্যবস্থা নেওয়া জরুরি

ছবি: সংগৃহীত

বাংলাদেশে বর্ষা মৌসুম আসলেই বাড়ে ডেঙ্গুর প্রকোপ। প্রতিবছর হাজার হাজার মানুষ এই রোগে আক্রান্ত হন, অনেকেই প্রাণ হারান। তাই বর্ষার আগেই সচেতন হওয়া ও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া জরুরি।

ডেঙ্গু কীভাবে ছড়ায়? ডেঙ্গু ছড়ায় এডিস মশার মাধ্যমে। এই মশাটি মূলত সকাল ও বিকেলবেলা বেশি সক্রিয় থাকে এবং পরিষ্কার জমে থাকা পানিতে বংশবিস্তার করে।

চিকিৎসকের পরামর্শ:

জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (IEDCR)-এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুসাম্মী রহমান বলেন,

“ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে জরুরি হলো উৎসে মশার প্রজনন ঠেকানো। বিশেষ করে বাড়ির চারপাশে জমে থাকা পরিষ্কার পানি যেখানে মশা ডিম পাড়তে পারে, সেসব জায়গা নিয়মিত পরিষ্কার করতে হবে।”

✅ ডেঙ্গু প্রতিরোধে বর্ষার আগে যে ব্যবস্থা নেওয়া উচিত:

১) ছাদে জমে থাকা ফুলের টব, পুরনো ড্রাম, পরিত্যক্ত টায়ার কিংবা প্লাস্টিকের পাত্রে যাতে পানি না জমে, তা নিশ্চিত করতে হবে।

২) টয়লেট ও বাথরুমে পানি জমে থাকলে নিয়মিত ফ্ল্যাশ করুন। একদিন পরপর পানির ট্যাংক ও ড্রামের পানি বদলে দিন।

৩) মশার প্রজননের জায়গা চিহ্নিত করে ধ্বংস করুন। ডা. মুসাম্মী বলেন, “যেকোনো জায়গায় তিন দিনের বেশি পানি জমে থাকলেই সেখানে এডিস মশা ডিম পাড়তে পারে। তাই ছোট ছোট পাত্রেও পানি জমে থাকতে দেওয়া যাবে না।”

৪) বাড়ির জানালা-দরজায় জাল লাগানো এবং মশারি ব্যবহার করা।

৫) সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় রেখে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করা।

৬) সচেতনতা বাড়াতে পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে আলাপ করুন। একজন সচেতন ব্যক্তি অনেককে সচেতন করতে পারেন। সবাই মিলে উদ্যোগ নিলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।

🛑 লক্ষণ দেখা দিলে অবহেলা নয় ডেঙ্গুর উপসর্গ যেমন জ্বর, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, গা ম্যাজম্যাজে ভাব কিংবা শরীরে দানা দানা র‍্যাশ দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডা. মুসাম্মী বলেন, “অনেকেই জ্বরকে সাধারণ ভাইরাল ভেবে অবহেলা করেন। কিন্তু ডেঙ্গু হলে শরীরের প্লেটলেট কমে যেতে পারে, যা মারাত্মক ঝুঁকি তৈরি করে।”

বর্ষার আগেই সচেতনতা—এটাই হতে পারে ডেঙ্গুর বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র। সবাই মিলে দায়িত্ব নিলে নিরাপদ থাকবে আমাদের পরিবার, সমাজ এবং দেশ।

আসিফ

×