
ছবি সংগৃহীত
বর্তমানে লিভারজনিত সমস্যা বিশ্বব্যাপী এক বড় জনস্বাস্থ্য সংকট হিসেবে বিবেচিত হচ্ছে। দুঃখজনক হলেও সত্যি, অনেক সময় লিভারের প্রাথমিক লক্ষণগুলো আমাদের চোখে ধরা পড়ে। কিন্তু সেগুলো আমরা অজান্তেই এড়িয়ে যাই।
চিকিৎসকদের মতে, শরীরের অন্য কোনো উপসর্গ প্রকাশের আগেই চোখে কিছু সূক্ষ্ম পরিবর্তনের মাধ্যমে লিভারের সমস্যার আভাস পাওয়া যায়। নিচে এমনই ৫টি লক্ষণ তুলে ধরা হলো:
চোখ হলুদ হয়ে যাওয়া
চোখের সাদা অংশ যদি হলুদ দেখায়, তবে সেটা জন্ডিসের লক্ষণ হতে পারে। এটি লিভারের কর্মক্ষমতা হ্রাস পাওয়ার অন্যতম প্রধান ইঙ্গিত।
চোখের নিচে ফোলাভাব
সকালবেলা ঘুম থেকে উঠেই চোখের নিচে যদি ফোলাভাব দেখা যায়, সেটা শরীরে পানি জমার লক্ষণ হতে পারে—যা লিভারের সঠিকভাবে কাজ না করার ইঙ্গিত দেয়।
লালচে চোখ
চোখ লাল বা ব্লাডশট হয়ে গেলে বুঝতে হবে এটি প্রদাহ বা লিভার টক্সিসিটির কারণে হচ্ছে। এটি লিভারের দীর্ঘমেয়াদি সমস্যার এক পরোক্ষ চিহ্ন।
শুষ্ক ও চুলকানো চোখ
চোখে খচখচে ভাব বা অতিরিক্ত শুষ্কতা অনেক সময় খারাপ পিত্ত নিঃসরণ বা লিভার ডিজঅর্ডারের ইঙ্গিত হতে পারে।
চোখের নিচে ডার্ক সার্কেল
গাঢ় কালি বা ডার্ক সার্কেল শুধু ঘুম কম হলেই নয়, বরং দীর্ঘমেয়াদি লিভার স্ট্রেস বা টক্সিন জমার ফলেও হতে পারে।
আশিক