
ছবিঃ সংগৃহীত
অনেকেই মনে করেন, কিডনিতে ইনফেকশন মানেই ভবিষ্যতে পাথর হওয়ার ঝুঁকি! তবে সচরাচর কিডনিতে ইনফেকশন হয় না। আর যদি হয়, তবে এই ধরনের পাথর সাধারণত ব্যাকটেরিয়া-জনিত ইনফেকশন থেকেই হয়।
বিশেষজ্ঞদের মতামত, সব ইনফেকশনেই পাথর হয় না, তবে ইনফেকশন নিয়মিত বা উপেক্ষিত হলে ঝুঁকি বাড়ে। তবে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI) বা কিডনির সংক্রমণ দীর্ঘদিন ধরে চললে কিছু ক্ষেত্রে স্ট্রুভাইট কিডনি স্টোন তৈরি হতে পারে।
তাই এ ধরনের ইনফেকশনের উপসর্গ (ব্যথা, জ্বালাপোড়া, জ্বর) দেখা দিলে অবহেলা করা উচিত নয়। কিডনির সুস্থতার জন্য পর্যাপ্ত পানি পান করুন, চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক গ্রহণ করুন ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন।
সূত্রঃ https://www.facebook.com/share/r/12JaPsf1Ngz/
আরশি