ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

নষ্ট কিডনি কি ভালো হয়?

প্রকাশিত: ২৩:৪০, ১৮ এপ্রিল ২০২৫

নষ্ট কিডনি কি ভালো হয়?

ছবিঃ সংগৃহীত

কিডনি রোগ আজকাল এক প্রচলিত ও উদ্বেগজনক স্বাস্থ্য সমস্যা। বিশেষ করে ক্রিয়েটিনিন মাত্রা বেড়ে গেলে অনেকেই ভাবেন কিডনি একবার খারাপ হলে আর ভালো হয় না। এ বিষয়ে অধ্যাপক ডা. সোহরাব হোসেন সৌরভ জানান, সব সময় এমন ধারণা সঠিক নয়।

তিনি ব্যাখ্যা করেন, ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া মানেই কিডনি চিরতরে বিকল হয়ে গেছে—তা নয়। যদি এটি একিউট কিডনি ইনজুরি (AKI) হয়, তবে সঠিক সময়ে চিকিৎসা পেলে কিডনি আবারও স্বাভাবিকভাবে কাজ করতে পারে। উদাহরণস্বরূপ, কেউ যদি হঠাৎ করে ব্যথার ওষুধ গ্রহণ করেন, বা বেশি কামরাঙ্গা খান, কিংবা ডিহাইড্রেশন, ডায়রিয়া বা বমির কারণে হাইপোভোলেমিয়া (শরীরে রক্তচাপ হ্রাস) হয়, তবে তাৎক্ষণিক চিকিৎসার মাধ্যমে কিডনি পুনরায় সুস্থ হতে পারে।

তিনি বলেন, "একজন রোগী পাঁচ টুকরো কামরাঙ্গা খেয়ে কিডনি সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাকে ডায়ালাইসিস দেওয়ার পর কিডনি আবার স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে।"

তবে ডা. সৌরভ সতর্ক করে বলেন, ধীরে ধীরে কিডনি যদি নষ্ট হতে থাকে, অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ (CKD) এর মতো রোগ দেখা দেয়, তখন কিডনি সম্পূর্ণভাবে সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। এক্ষেত্রে কেবল রোগের গতি ধীর করা যায়, যেন রোগী আরও ১৫-২০ বছর সুস্থভাবে বেঁচে থাকতে পারেন। উদাহরণস্বরূপ, কারও যদি ক্রিয়েটিনিন ১.৩ থেকে ১.৪ হয়, তখন নিয়মিত পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের মাধ্যমে রোগের অগ্রগতি ঠেকানো সম্ভব।

CKD রোগীদের জন্য বিশেষ সতর্কতা:

ডা. সৌরভ বলেন, “যাদের CKD আছে, তাদের উচিত দৌড়াদৌড়ি, ভ্রমণ বা দীর্ঘ যাত্রা এড়িয়ে চলা।” চট্টগ্রাম থেকে ঢাকায় আসা, কিংবা বাংলাদেশ থেকে ভারত বা থাইল্যান্ডে চিকিৎসার জন্য যাওয়া অনেক সময় কিডনির আরও ক্ষতি করতে পারে। যাত্রাপথে খাওয়া-দাওয়ার নিয়ম বজায় না রাখা, পর্যাপ্ত বিশ্রাম না পাওয়া, ওষুধ ঠিকমতো গ্রহণ না করা—এসব কারণে রোগীর ব্লাড প্রেসার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, যা কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর।

প্রতিরোধ ও নিয়মিত পরামর্শের গুরুত্ব:

তিনি পরামর্শ দেন, "রোগীরা যেন বারবার বাড়ির কাছাকাছি নেফ্রোলজিস্টকে দেখান।" তবে কেবল ডাক্তার দেখালেই যে সুস্থ হয়ে যাবেন তা নয়। সঠিক পরামর্শ, পরিমিত বিশ্রাম, খাদ্য নিয়ন্ত্রণ এবং নিয়মিত ওষুধ গ্রহণ—এইগুলোই কিডনি ভালো রাখার মূল উপায়।

সূত্রঃ https://youtu.be/QQ9egFdxsnA?si=mknXSGOicnSYy8C9

ইমরান

×