ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বৃষ্টিতে ভিজে জ্বর হলে সুস্থ থাকতে যা করবেন

প্রকাশিত: ২০:২৮, ১৮ এপ্রিল ২০২৫

বৃষ্টিতে ভিজে জ্বর হলে সুস্থ থাকতে যা করবেন

ছবি সংগৃহীত

বর্ষাকালে হঠাৎ বৃষ্টি একদিকে যেমন মন ভালো করে দেয়, অন্যদিকে ঠিকঠাক প্রস্তুতি না থাকলে হতে পারে শারীরিক ভোগান্তি। বিশেষ করে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে জ্বর, সর্দি-কাশি বা গলা ব্যথার মতো সমস্যায় পড়েন অনেকেই। এসব সমস্যা যদি সময়মতো গুরুত্ব না দেওয়া হয়, তা মারাত্মক আকার নিতে পারে।

তবে ঘরোয়া কিছু উপায় ও সঠিক পরিচর্যার মাধ্যমে সহজেই এই ধরনের জ্বর থেকে সেরে ওঠা সম্ভব।

কী করবেন বৃষ্টিতে ভিজে জ্বর হলে?

উষ্ণ বিশ্রাম: শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখতে পর্যাপ্ত বিশ্রাম নিন।

পানি ও তরল খাবার: বেশি করে হালকা গরম পানি, স্যুপ, লেবু-মধু পানি পান করুন। এতে ডিহাইড্রেশন দূর হয় ও জ্বর দ্রুত কমে।

গরম পানির ভাপ: নাক বন্ধ বা সর্দি হলে গরম পানির ভাপ নিন। এতে আরাম পাবেন।

হালকা পোশাক ও কম্বল: শরীর ঠান্ডা যেন না লাগে, সে জন্য হালকা কিন্তু উষ্ণ কাপড় ব্যবহার করুন।

জ্বর বাড়লে চিকিৎসক দেখান: জ্বর ৩ দিনের বেশি থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

আশিক

×