
সিজোফ্রেনিয়া হবার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বংশগত। যত মানুষের সিজোফ্রেনিয়া হয় তার মধ্য ৮০ শতাংশ হচ্ছে বংশগত।
বাবা-মায়ের মধ্য যদি একজনের সিজোফ্রেনিয়া থাকে তাহলে সন্তানের হবার সম্ভাবনা ১৭শতাংশ। আর যদি দুজনের এই অসুখটি থাকে তাহলে সন্তানের হবার সম্ভাবনা ৪৬ শতাংশ। কারো বংশে যদি এই অসুখ থাকে তাহলে একটু বেশি খেয়াল রাখতে হবে। ওসুখটি হবার কয়েক মাস বা বছর আগে কিছু লক্ষণ প্রকাশ পায় তখন যদি সঠিক চিকিৎসা নেওয়া যায় তাহলে ফলাফল ভালো হয়। শুধু বংশে থাকলেও অসুখটি হবে ব্যাপারটা এমন নয়।