
ছবি: সংগৃহীত
গর্ভবতী মায়ের পেটে যখন শিশু বড় হতে থাকে তখন পেটের পেশীগুলো সম্প্রসারিত হতে থাকে এবং পেট নিচের দিকে ঝুলে যায়। এ কারণে পেট ভারী হয়ে যায় ও ব্যাক পেইন হয়।
শেষের দিকে যখন পেট খুব বেশি বড় হয়ে যায় তখন মায়ের পেশীগুলোতে চাপ পড়ে, পেশীগুলো দুর্বল হয়ে যায় এবং মা অসহনীয় ব্যাথা অনুভব করে। তলপেট থেকে শুরু করে এই ব্যাথা পিঠ, কোমর ও উরুতেও ছড়িয়ে যায়। এই ব্যাথা আনেকসময় বাচ্চা প্রসবের পরেও থেকে যায়।
এই ব্যাথার নিরাময় হিসেবে ফিজিওথেরাপির বিকল্প নেই। ফিজিওথেরাপির মাধ্যমে ধীরেধীরে ব্যাথা মুক্তভাবে এই সমস্যা সারানো সম্ভব। তাছাড়া প্রসবের আগে থেকে এই থ্যারাপি নিতে থাকলে অপারেশনের প্রয়োজন হয়না। অনেক সহজ ও সুস্থভাবে নরমাল ডেলিভারি করানো সম্ভব এই ফিজিওথেরাপির সাহায্যে।
মায়মুনা