ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

প্রস্রাবের রং হলুদ? চিন্তার কিছু নেই!

প্রকাশিত: ০৯:৫৫, ১৭ এপ্রিল ২০২৫

প্রস্রাবের রং হলুদ? চিন্তার কিছু নেই!

ছবি: সংগৃহীত

অনেকেই হঠাৎ করে প্রস্রাবের রং হলুদ দেখলে ভীত বা উদ্বিগ্ন হয়ে পড়েন। এমনকি কেউ কেউ এই একটাই কারণে চিকিৎসকের শরণাপন্ন হন। তবে বিশেষজ্ঞদের মতে, প্রস্রাবের হলুদ রং হওয়া একেবারেই স্বাভাবিক একটি বিষয়।

এ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. সোহরাব হোসেন সৌরভ বলেন, “প্রস্রাবের স্বাভাবিক রং-ই হলুদ বা গাঢ় হলুদ। ইংরেজিতে একে বলা হয় ‘স্ট্র কালার’, যার অর্থ খড়ের ছাল থেকে বয়ে আসা বৃষ্টির পানির মতো রং। আপনি যদি সারাদিন না খেয়ে থাকেন বা পানি কম পান করেন, তাহলে প্রস্রাব আরও গাঢ় হলুদ হয়ে যেতে পারে—এটিই স্বাভাবিক।”

তিনি আরও জানান, “যদিও জন্ডিস বা হেপাটাইটিসের মতো লিভারের সমস্যার ক্ষেত্রেও প্রস্রাব হলুদ হতে পারে, তখন অন্যান্য উপসর্গও দেখা দেয়—যেমন চোখ, জিহ্বা বা হাতের তালু হলুদ হওয়া, শরীর চুলকানো ইত্যাদি। একে পান্ডু রোগ বলা হয়। তবে শুধু কিডনির রোগের কারণে প্রস্রাবের রং হলুদ হয় না।”

ডা. সোহরাব পরামর্শ দিয়ে বলেন, “যদি প্রস্রাবের রং গাঢ় হলুদ হয় এবং অন্য কোনো উপসর্গ না থাকে, তাহলে এটা দেহে পানির স্বল্পতার লক্ষণ হতে পারে। এ অবস্থায় বেশি পানি পান করলে প্রস্রাবের রং আবার স্বাভাবিক ‘পানির রঙে’ ফিরে আসবে। তবে মনে রাখতে হবে, প্রস্রাব কখনও পুরোপুরি সাদা হয় না।”

তাই শুধুমাত্র প্রস্রাবের রং দেখে ভয় পাওয়ার কিছু নেই। দেহের অন্যান্য উপসর্গ বিবেচনায় নিয়ে তবেই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

আবীর

×