
ছবিঃ সংগৃহীত
স্ট্রোক মস্তিষ্কের মারাত্মক রোগ। এতে মস্তিষ্কের রক্তনালিতে জটিলতা দেখা দেয়। হঠাৎই কার্যকারিতা হারায় মস্তিষ্কের একাংশ। মস্তিষ্কের কোষ অত্যন্ত সংবেদনশীল। অক্সিজেন ও শর্করা সরবরাহে একটু হেরফের হলেই কোষগুলো মারা যেতে শুরু করে। যদি মস্তিষ্কের কোনো অংশের রক্ত চলাচল বিঘ্নিত হয় (আঘাতজনিত ছাড়া) এবং তা ২৪ ঘণ্টার বেশি স্থায়ী হয় তাহলে এ অবস্থার নাম স্ট্রোক।
স্ট্রোকের এই তিনটি লক্ষণ দেখলে দ্রুত পদক্ষেপ নিন
যদি মুখের এক পাশ বাঁকা হয়ে যায়, হাত এবং পা দুর্বল হয়ে যায় কিংবা অবশ হয়ে যায়। অথবা কথা জড়িয়ে যায় বা অস্পষ্ট হয়ে যায়। এমন যেকোনো একটি লক্ষণ নিজে অনুভব করলে বা অন্য কারো মধ্যে দেখলে দ্রুত হাসপাতালের শরণাপন্ন হতে হবে।
সূত্র: https://www.facebook.com/reel/969962024926257
মুমু