ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জরায়ুর সিস্ট কি আসলেই ক্ষতিকর? এতে কি ক্যান্সারের ঝুঁকি আছে?

প্রকাশিত: ২১:২৪, ১৬ এপ্রিল ২০২৫

জরায়ুর সিস্ট কি আসলেই ক্ষতিকর? এতে কি ক্যান্সারের ঝুঁকি আছে?

ছবিঃ সংগৃহীত

জরায়ুর সিস্ট বলতে জরায়ু বা তার আশপাশে গঠিত তরলপূর্ণ থলিকে বোঝানো হয়। এটি সাধারণত ফাইব্রয়েড বা ওভারিয়ান সিস্ট নামেও পরিচিত। তবে এটি তেমন জটিল কোনো বিষয় নয়। অনেক সময় এটি নিজে থেকেই ঠিক হয়ে যেতে পারে। তবে কখনো কখনো জটিলতার সৃষ্টি করতে পারে।

জরায়ুর সিস্ট সাধারণত দুই ধরনের হয়ে থাকে। বিনাইন সিস্ট ও ম্যালিগন্যান্ট (ক্যান্সারযুক্ত) সিস্ট। জরায়ুতে কোনো সিস্ট আছে কীনা তা নিশ্চিত হওয়া যাবে কিছু লক্ষণের মাধ্যমে। এ লক্ষণগুলো হতে পারে, পিরিয়ড অনিয়মিত হওয়া, তলপেটে চাপ বা ব্যথা, অতিরিক্ত রক্তক্ষরণ ও সন্তান ধারণে সমস্যা।

অনেকের প্রশ্ন থাকে, সিস্ট কি ক্ষতিকর? এর মাধ্যমে কি ক্যানসার হতে পারে? এর উত্তরে বিশেষজ্ঞরা জানান, সব ধরনের সিস্ট ক্ষতিকর নয়। ছোট আকারের সিস্ট অনেক সময় চিকিৎসা ছাড়াই সেরে যায়। তবে যদি সিস্ট বড় হয়, ব্যথা বা অন্য উপসর্গ সৃষ্টি করে, তাহলে তা অবশ্যই ক্ষতিকর হতে পারে। বিশেষ করে যদি এটি ক্যান্সারজনিত হয়, তাহলে তা জীবন ঝুঁকির কারণ হতে পারে।

এক্ষেত্রে পরামর্শ দেওয়া হয়, আলট্রাসোনোগ্রাফি ও প্রয়োজনীয় পরীক্ষার মাধ্যমে সিস্ট নির্ণয় করা হলে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ বা অপারেশনের মাধ্যমে সিস্ট নির্মূল করা যায়।

জরায়ুর সিস্ট সবসময় ক্ষতিকর নয়, তবে অবহেলা করলে জটিলতা তৈরি হতে পারে। তাই কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সূত্রঃ https://www.facebook.com/watch/?v=1793788207853719

আরশি

×