ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ব্রেস্ট ক্যান্সার: সচেতনতাই পারে আপনার জীবন বাঁচাতে!

প্রকাশিত: ২০:০০, ১৬ এপ্রিল ২০২৫

ব্রেস্ট ক্যান্সার: সচেতনতাই পারে আপনার জীবন বাঁচাতে!

ছবিঃ সংগৃহীত

ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার নারীদের মধ্যে অন্যতম সাধারণ ও মারাত্মক ক্যান্সার। তবে সময়মতো শনাক্ত ও চিকিৎসা শুরু করলে এটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব।

এখন পর্যন্ত অনেক নারী এ রোগে আক্রান্ত হলেও, অনেকেই জানেন না ঠিক কোন লক্ষ্মগুলো দেখা দিলে একজন নারী পুরোপুরিভাবে নিশ্চিত হতে পারেন যে তিনি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত।

স্তনে বা বগলের কাছে শক্ত গুঁটি বা চাকার মতো দেখা দিলে, স্তনের আকার বা রঙে পরিবর্তন আসলে, অথবা স্তনের চামড়া কুঁচকে যাওয়া বা টান টান হয়ে যাওয়া, যা দেখতে অনেকটা কমলালেবুর মতো মনে হওয়া। এছাড়াও নিপল থেকে অস্বাভাবিক রক্ত বা তরল নিঃসরন বা স্তনে ব্যথা বা অস্বস্তি অনুভব হলে দ্রুত ডাক্তারের শরনাপন্ন হতে পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

নিয়মিত স্তন নিজে পরীক্ষা, ৪০ বছরের পর থেকে প্রতি বছর ম্যামোগ্রাম টেস্ট করা, স্বাস্থ্যকর জীবনযাপন ও সুষম খাদ্য গ্রহণ এবং অতিরিক্ত ওজন ও ধূমপান থেকে বিরত থাকতে পারলেই ব্রেস্ট ক্যান্সারের মতো রোগের ধরা-ছোঁয়ার বাইরে থাকা সম্ভব। একটু সচেতন হলেই এ ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব বলে জানা যায়।

প্রাথমিক পর্যায়ে ব্রেস্ট ক্যান্সার ধরা পড়লে চিকিৎসায় সুস্থ হওয়ার হার অনেক বেশি। তাই সচেতন থাকুন, নিয়মিত পরীক্ষা করুন ও জীবন বাঁচান।

সূত্রঃ https://www.facebook.com/share/v/12KiRirDTSY/

আরশি

×