ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

চোখের রং দেখে কীভাবে বুঝবেন আপনি রক্তশূন্যতায় ভুগছেন?

প্রকাশিত: ১৯:০৫, ১৬ এপ্রিল ২০২৫

চোখের রং দেখে কীভাবে বুঝবেন আপনি রক্তশূন্যতায় ভুগছেন?

ছবিঃ সংগৃহীত

রক্তশূন্যতা (অ্যানিমিয়া) রোগটি আমাদের শরীরে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে হয়। আর এর একটা সহজ সংকেত লুকিয়ে থাকে আপনার চোখেই! চোখের ফ্যাকাশে ভাব দেখলে দ্রুত রক্ত পরীক্ষা করিয়ে নিন। সঠিক খাবার ও চিকিৎসার মাধ্যমে অ্যানিমিয়া নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

আপনার চোখের নিচের অংশ টেনে ধরলে কী রং দেখতে পান? নিশ্চয় বাইরের দিকে উজ্জ্বল লাল ও ভেতরের দিকে গোলাপি! কিন্তু যদি আপনার চোখের নিচের অংশ টেনে ধরলে পুরো চোখে ফ্যাকাসে গোলাপি রং দেখা যায়, তাহলে বুঝে নিতে হবে আপনি রক্তশূন্যতায় ভুগছেন।

তবে ডাঃ তাসনিম জারার মতে, রক্তশূন্যতা দেখা দিলে ঘাবড়াবার কিছু নেই। এ রোগ দেখা দিলে দ্রুত ডাক্তারের কাছে যাবেন। খুবই কম খরচে, অল্প কিছু পরীক্ষার মাধ্যমে ডাক্তার এ রোগ ধরতে পারবেন ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে পারবেন বলে জানান তিনি।

সূত্রঃ https://www.facebook.com/share/r/1ACXKXzyVF/

আরশি

×