ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

পেটের ঠিক এইখানে ব্যথা হলেই বুঝবেন কিডনির অবস্থা শোচনীয়!

প্রকাশিত: ০৯:৪৭, ১৬ এপ্রিল ২০২৫

পেটের ঠিক এইখানে ব্যথা হলেই বুঝবেন কিডনির অবস্থা শোচনীয়!

সংগৃহীত

কিডনি আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি রক্ত পরিশোধনের পাশাপাশি শরীরের অতিরিক্ত তরল ও বর্জ্য পদার্থ নিষ্কাশন করে। তবে কিডনিতে সমস্যা দেখা দিলে তা শরীরের নানা অংশে ব্যথার মাধ্যমে সংকেত পাঠায়-যা আমরা অনেক সময় বুঝতে পারি না বা অবহেলা করে ফেলি। বিশেষজ্ঞরা বলছেন, পেটের এক নির্দিষ্ট জায়গায় ব্যথা কিডনি জটিলতার স্পষ্ট ইঙ্গিত হতে পারে।

কিডনির ব্যথা কোথায় হয়?
কিডনির ব্যথা সাধারণত কোমরের মাঝখান থেকে শুরু হয়ে পিঠের নিচের দিকে অনুভূত হয়। এটি একপাশে হতে পারে, আবার কিডনির উভয় পাশে একসঙ্গে ব্যথা অনুভূত হওয়াও অসম্ভব নয়। কখনো কখনো এই ব্যথা পেটে ছড়িয়ে পড়ে, বিশেষ করে পেটের নিচের দিকে। অনেকে এটিকে সাধারণ পেট ব্যথা ভেবে ভুল করেন, কিন্তু আদতে এটি কিডনির সমস্যার সতর্ক সংকেত।

ব্যথার ধরন এবং উপসর্গ
কোমরের নিচে গভীর একপ্রকার চাপ বা জ্বালাময় ব্যথা,
প্রস্রাবের সময় জ্বালা বা ব্যথা,প্রস্রাবে রং গাঢ় বা দুর্গন্ধযুক্ত হয়ে যাওয়া,ঘন ঘন প্রস্রাবের চাপ,জ্বর বা কাঁপুনি (সংক্রমণের ক্ষেত্রে)।

পিঠের নিচের দিকে ব্যথা,পেটের নিচের দিকে ব্যথা কিডনির সমস্যার লক্ষণ।কিডনির ব্যথা সাধারণত একপাশে হয়, তবে অনেক সময় দুই পাশে হতে পারে।কিডনির ব্যথা সাধারণত পিঠের নিচের দিকে হয়,যা কোমরের মাঝখান থেকে শুরু হয়। ব্যথা কখনো কখনো পেটের নিচের দিকেও হতে পারে।পেটের নিচের দিকে ব্যথা সাধারণত প্রস্রাব থলির সংক্রমণ থেকে হয়। 
 

কিডনির ব্যথার সম্ভাব্য কারণ
১. কিডনিতে পাথর:
কিডনির সবচেয়ে সাধারণ সমস্যা হল পাথর। এটি ক্ষুদ্রাকৃতির হলেও তীব্র ব্যথার কারণ হতে পারে, বিশেষ করে প্রস্রাবের পথে আটকে গেলে।

২. কিডনি সংক্রমণ (পাইলোনেফ্রাইটিস):
ব্যাকটেরিয়াল সংক্রমণ কিডনির ভেতর ছড়িয়ে গেলে জ্বর ও কোমরের নিচে ব্যথা দেখা দেয়।

৩. কিডনিতে প্রদাহ (নেফ্রাইটিস):
কিডনির ছাঁকনি ব্যবস্থায় প্রদাহ হলে প্রস্রাবে রক্ত আসতে পারে এবং ব্যথা হয়।

৪. ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ:
এই দুটি রোগ দীর্ঘমেয়াদে কিডনি ক্ষতিগ্রস্ত করে। ফলে সময়ের সঙ্গে কিডনির কার্যক্ষমতা কমে যেতে পারে এবং ব্যথা শুরু হয়।

পেটের ব্যথা ও প্রস্রাব থলির সংযোগ
পেটের নিচের দিকে ব্যথা অনেক সময় সরাসরি কিডনি থেকে না হয়ে মূত্রথলি বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI) থেকে হতে পারে। এটি কিডনির দিকে ছড়িয়ে পড়লে জটিলতা আরও বাড়ে। বিশেষ করে মহিলাদের মধ্যে এই ধরনের সংক্রমণ বেশি দেখা যায়।

শরীরের সংকেতকে অবহেলা নয়, বরং সময়মতো বুঝে নেওয়াই বুদ্ধিমানের কাজ। পেটের নিচে বা পিঠের নিচে বারবার ব্যথা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ উপসর্গগুলো যত তাড়াতাড়ি ধরা পড়বে, কিডনির ক্ষতি ততটাই সহজে রোধ করা সম্ভব হবে।

 

 

সূত্র:https://tinyurl.com/3y7mrwcx

আফরোজা

×